গাড়ি তৈরি করতে সি কে বিড়লা গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ফের ভারতে ফিরছে পিএসএ গোষ্ঠী। যাদের ভাঁড়ারে রয়েছে পুজো, সিট্রনের মতো গাড়ি।
তামিলনাড়ুতে বিড়লার হিন্দুস্তান মোটরস কারখানাতেই যন্ত্রাংশ জুড়ে তৈরি হবে ফরাসি সংস্থাটির নতুন গাড়ি। মোট লগ্নি ১০ কোটি ইউরো (প্রায় ৭০০ কোটি টাকা)। এর মধ্যে ৬.৫ কোটি ইউরো ঢালবে পিএসএ। বাকিটা সি কে বিড়লা গোষ্ঠী। ভারতীয় সংস্থাটির আর এক শাখা অ্যাভটেকের সঙ্গে হাত মিলিয়ে চেন্নাইয়ে গাড়ির যন্ত্রাংশও তৈরি করবে তারা। যেখানে দুই সংস্থার সমান অংশীদারি থাকবে।
আগে ভারতে কারখানা ছিল ফরাসি সংস্থাটির। কিন্তু সেখানে ১৯৯৭ সালে শেষ গাড়ি তৈরি করে তারা। পরে সংস্থা বেশ কয়েক বার দেশের বাজারে ফেরার চেষ্টা করেও সফল হয়নি। অন্য দিকে, নতুন যুগের সঙ্গে তাল মেলাতে না-পেরে প্রতিযোগিতা থেকে হারিয়ে গিয়েছে অ্যাম্বাসাডর প্রস্তুতকারক হিন্দুস্তান মোটরস। এই অবস্থায় হিন্দমোটরসের সঙ্গে হাত মিলিয়ে বছরে এক লক্ষ গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে পিএসএ। সংস্থার কর্ণধার কার্লোস তাভারেস বলেন, প্রথম ধাপে ১০,০০০-১৫,০০০ গাড়ি তৈরি হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy