মহারাষ্ট্রের সতার্দায় ইস্পাত কারখানা গড়তে মউ সই করল উত্তম গালভা গোষ্ঠী এবং পস্কো। প্রায় ৩০০ কোটি ডলারের এই প্রকল্পটি রূপায়ণ হলে, তা হবে ভারতে পস্কোর তৈরি প্রথম কারখানা। ওড়িশার পারাদীপে প্রায় ৭৭ হাজার কোটি টাকা লগ্নিতে কারখানা গড়তে চাইলেও পরিবেশ ও জমি অধিগ্রহণ সমস্যায় গত এক দশকে সেই প্রকল্প দিনের আলো দেখেনি।
মঙ্গলবার দুই সংস্থা জানিয়েছে, যৌথ উদ্যোগে পস্কোর অংশীদারি ২০%। বাকিটা থাকবে ভারতীয় সংস্থা উত্তম গালভা গোষ্ঠীর শাখা শ্রী উত্তম স্টিল অ্যান্ড পাওয়ারের হাতে। প্রাথমিক ভাবে এই কারখানায় ১৫ লক্ষ টন ইস্পাত তৈরি হবে। যা ধাপে ধাপে ৩০ লক্ষে নিয়ে যাওয়া হবে। ২০১৬ সালের মাঝামাঝি নাগাদ কারখানা চালু হবে বলে আশা। উল্লেখ্য, গত শনিবারই মহারাষ্ট্রে ৩০ হাজার কোটি লগ্নিতে কারখানা চালুর কথা জানিয়েছে তাইওয়ানের সংস্থা ফক্সকন। তার এক সপ্তাহের মধ্যেই আর একটি বড় লগ্নি এল রাজ্যের ঘরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy