একলা চলো রে। গানের এই কলিকে আপ্ত বাক্য করে হৈহৈ করে বেড়াতে বেরিয়ে পড়ছেন মহিলারা। একক ও দলবদ্ধ ভাবে। রেস্ত এবং প্রযুক্তির ডানায় ভর করে নিত্যনতুন গন্তব্যে পৌঁছে যাচ্ছেন ২৪ থেকে ৫৪, সব বয়সের মহিলা পর্যটক। ক্রমশ বাড়তে থাকা এই সংখ্যা তৈরি করেছে নতুন বাজার। আর এই খোলা হাওয়া পালে লাগিয়ে ব্যবসা বাড়াতে ঝাঁপাচ্ছে ছোট-বড় পর্যটন সংস্থা।
ছকে বাঁধা জীবন থেকে ছুটি নিয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সাধ আগেও ছিল। অনেক ক্ষেত্রে সাধ্যও ছিল। কিন্তু তবুও একলা বেড়ানোর জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া তেমন সহজ ছিল না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নেট দুনিয়ার দৌলতে সেই বাধা কেটেছে। বেড়াতে যাওয়ার তথ্যের পোর্টাল হলিডেআইকিউ ডট কম-এর মতে, ইন্টারনেট ঘেঁটে হোটেল বেছে নেওয়া এখন সহজ। হাতের মাউসের এক ক্লিকেই যাতায়াত ব্যবস্থার হদিস নিয়ে নেওয়া সম্ভব। তথ্যের স্বনির্ভরতাই তাঁদের অচেনা-অজানা জায়গায় পা রাখার সাহস জোগাচ্ছে।
আর এই নতুন পাওয়া সাহস ও রোমাঞ্চ নতুন বাজারের খোঁজ দিচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা মহিলা পর্যটকদের কথা মাথায় রেখে ২০১৩ সাল থেকে তাঁদের জন্য পৃথক প্যাকেজ দিতে শুরু করেছে অনলাইন পর্যটন সংস্থা মেক মাই ট্রিপ। সংস্থার দাবি, এই প্যাকেজ দেওয়ার পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মহিলা পর্যটকের সংখ্যা ৪০০% বেড়েছে। সংস্থার অন্যতম কর্তা রঞ্জিত ওক বলেন, ‘‘ঊর্ধ্বমুখী এই চাহিদার ভিত্তিতেই মহিলাদের প্যাকেজে নতুন গন্তব্যের সংখ্যা বাড়িয়েছি। ৫২% মহিলা একলা বেড়াতে বেরিয়েছেন, গত বছরের তুলনায় যা ৮% বেশি।’’
কেন এই একলা বেড়ানোর প্রবণতা? বিশ্বের বৃহত্তম পর্যটন ওয়েবসাইট ট্রিপ অ্যাডভাইজরের সমীক্ষা বলছে এই প্রবণতার পিছনে তিনটি বড় কারণ রয়েছে:
• ৪৭% মহিলা নিজের ইচ্ছায় চলার স্বাধীনতার কারণে একা বেড়ান।
• ৩৯% মহিলা একা বেড়াতে যাওয়ার মধ্যে রোমাঞ্চ খুঁজে পান।
• ২৮% মহিলা একা বেড়াতে যান কারণ, পরিবারের সদস্য বা বন্ধু-দের তাঁদের সঙ্গে যাওয়ার সময় নেই।
ট্রিপ অ্যাডভাইজর ইন্ডিয়ার প্রধান নিখিল গঞ্জু জানান, ৮৯% ভারতীয় মহিলা মনে করেন দেশের মধ্যে একা বেড়াতে যাওয়া নিরাপদ। বিদেশে বেড়াতে যেতে স্বচ্ছন্দ্য আরও বেশি সংখ্যক মহিলা পর্যটক।
একক মহিলা বা শুধু মাত্র মহিলা পর্যটকদের দল যে-বাড়ছে, সোশ্যাল মিডিয়ার পাতায়ও তা স্পষ্ট। ফেসবুকের পাতায় জনপ্রিয় পর্যটন সংস্থা উওমেন অন ওয়ান্ডারলাস্ট ক্লাবের সুমিত্রা সেনাপতির দাবি, প্রতি বছর ১০০টি ট্যুরের ব্যবস্থা করা হয়। লাদাখ, সিকিম, জাপান, বলিভিয়া থেকে প্রাশান্ত মহাসাগরে ক্রুজ, সর্বত্রই ভ্রমণের ব্যবস্থা করে মহিলাদের এই সংস্থা।
পিছিয়ে নেই বাঙালি মহিলারাও। কলকাতার পর্যটন সংস্থা দেশ দুনিয়ার নন্দিনী সেন জানান, একা বা দলবদ্ধ ভাবে বেড়াতে আগ্রহী মহিলার সংখ্যা বাড়ছে। তাঁর দাবি, গত দু’বছরে এ ধরনের পর্যটক প্রায় ২৫% বেশি পাচ্ছেন তাঁরা। শুধু মা-মেয়ের বেড়াতে যাওয়ার সংখ্যাও বাড়ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy