ফাইল চিত্র।
প্রযুক্তি-বিভ্রাটে আগের দিন ঘণ্টা তিনেক লেনদেন বন্ধ থাকলেও মঙ্গলবার স্বাভাবিক ছন্দেই কাজ করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। তাদের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সব বিভাগেই ঠিক মতো কাজ হয়েছে। পাশাপাশি, এ দিনও বাজার ছিল চাঙ্গা। ফলে সেনসেক্স ও নিফ্টি দুই সূচকই উপরে ওঠার দিক থেকে ফের নতুন নজির গড়েছে।
বিএসই-তে এ দিন সেনসেক্স ৩১ পয়েন্ট বেড়ে থামে ৩১,৭৪৭.০৯ অঙ্কে। এনএসই-তে নিফ্টি ১৫ পয়েন্ট বেড়ে ছুঁয়েছে ৯,৭৮৬.০৫ পয়েন্ট। উচ্চতার দিক থেকে দু’টিই নতুন রেকর্ড। সপ্তাহের প্রথম দু’দিনে সেনসেক্স বাড়ল ৩৮৬.৪৫ পয়েন্ট। নিফ্টি লেনদেনের এক সময়ে ৯৮০০-র মাইলফলক পেরিয়ে যায়।
প্রসঙ্গত, সোমবার সফটওয়্যারে গোলোযোগের কারণেই লেনদেনে সমস্যা হয়। আজ এনএসই তার বিবৃতিতে দাবি করেছে, নগদ লেনদেন ও ডেরিভেটিভ-সহ সব বিভাগই ঠিক মতো কাজ করেছে। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না-হয়, সে দিকে নজর রাখবে স্টক এক্সচেঞ্জটি।
এনএসই-র চেয়ারম্যান অশোক চাওলা আজ কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে অবশ্য কবুল করেছেন যে, সমস্যা পিছু ছাড়ছে না এক্সচেঞ্জের। এখানে তিনি সংস্থার কর্ণধার পদ থেকে ডিসেম্বরে চিত্রা রামকৃষ্ণের আচমকা সরে দাঁড়ানোর প্রতি ইঙ্গিত করেছেন। এ ছাড়া কিছু ব্রোকারকে বেআইনি ভাবে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক্সচেঞ্জের বিরুদ্ধে। জটিলতা তৈরি হয়েছে প্রথম বার শেয়ার ছাড়া নিয়েও। এই অবস্থায় চাওলার মন্তব্য, প্রযুক্তির সমস্যায় লেনদেন বন্ধ থাকা এনএসই-কে ঘিরে সমালোচনায় নতুন ইন্ধন জুগিয়েছে। তবে সব সমস্যা তাঁরা কাটিয়ে উঠবেন বলেই তাঁর আশা। এ ব্যাপারে কর্মীদের দক্ষতা ও পেশাদার মনোভাবেই ভরসা রেখেছেন তিনি।
বাজার সূত্রের খবর, এ দিনও ভারতীয় আর্থিক সংস্থাগুলির শেয়ার কেনার জেরেই উঠেছে সূচকের পারা। শিল্প সংস্থাগুলির ভাল আর্থিক ফলের আশাতেই তারা বেশি পরিমাণে শেয়ার কিনতে থাকে। পাশাপাশি, বিশ্ব বাজারের চাঙ্গা ভাবও এ দেশে সূচককে টেনে তুলতে সাহায্য করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy