Advertisement
০২ নভেম্বর ২০২৪

বস্ত্রনীতির খসড়া চূড়ান্ত করছে মন্ত্রক

গুজরাতের গাঁধীনগরে ৩০ জুন থেকে বস্ত্র প্রদর্শনী ‘টেক্সটাইল্‌স ইন্ডিয়া ২০১৭’ আয়োজিত হবে। তারই প্রচারে রোডশো উপলক্ষে হায়দরাবাদে এসেছিলেন সুব্রহ্মণ্যম। তিনি বলেন, প্রদর্শনী শেষ হলে আরও কিছু প্রয়োজনীয় তথ্য কেন্দ্রের হাতে আসবে, যার ভিত্তিতে খসড়া বস্ত্রনীতি চূড়ান্ত করা হবে।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০১:৪৬
Share: Save:

জাতীয় বস্ত্রনীতির খসড়ায় শীঘ্রই সিলমোহর দেবে সংশ্লিষ্ট মন্ত্রক। তার পরেই তা পাঠানো হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য। বস্ত্র মন্ত্রকের অতিরিক্ত সচিব পুষ্পা সুব্রহ্মণ্যম সোমবার বলেন, ‘‘এই নীতির লক্ষ্য, ২০২৪-’২৫ সালের মধ্যে ২০ লক্ষ কোটি টাকারও বেশি বস্ত্র রফতানি করা। এর জেরে সাড়ে ৩ কোটির মতো কাজের সুযোগ তৈরি হবে।’’

গুজরাতের গাঁধীনগরে ৩০ জুন থেকে বস্ত্র প্রদর্শনী ‘টেক্সটাইল্‌স ইন্ডিয়া ২০১৭’ আয়োজিত হবে। তারই প্রচারে রোডশো উপলক্ষে হায়দরাবাদে এসেছিলেন সুব্রহ্মণ্যম। তিনি বলেন, প্রদর্শনী শেষ হলে আরও কিছু প্রয়োজনীয় তথ্য কেন্দ্রের হাতে আসবে, যার ভিত্তিতে খসড়া বস্ত্রনীতি চূড়ান্ত করা হবে।

সুব্রহ্মণ্যম জানান, ২০১৬-র জুলাই থেকে গত এপ্রিল পর্যন্ত বস্ত্র ও পোশাক রফতানি ৭% বেড়েছে। ওয়ারাঙ্গালে প্রস্তাবিত বস্ত্র পার্ক প্রসঙ্গে তাঁর মন্তব্য, এ ব্যাপারে পুঁজি কোনও বাধা হবে না। তবে আর্থিক সহায়তার ব্যাপারে তাঁরা তেলঙ্গানার অনুরোধের অপেক্ষায় আছেন।

অন্য বিষয়গুলি:

Textile Ministry National Textiles Policy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE