Advertisement
০৪ নভেম্বর ২০২৪

ম্যানেজমেন্ট শিক্ষার গুরু প্রতিযোগিতাই

পড়ুয়াদের পেশাদার দুনিয়ায় সাফল্যের দিশা দিতে প্রতিযোগিতার প্রসঙ্গ তোলেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা। বিশ্বায়নের প্রেক্ষিতে উদাহরণ টানেন সেই সব ভারতীয় সংস্থার, যারা বিশ্বে সাফল্য পেতে উদগ্রীব।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ০২:১০
Share: Save:

স্কুল নয়, ম্যানেজমেন্ট শিক্ষার আসল পাঠ মেলে বাজারের প্রতিযোগিতা থেকে। সম্প্রতি আইআইএম কলকাতার সমাবর্তনে ম্যানেজমেন্ট পড়ুয়াদের এই বার্তা দিলেন প্রাক্তন ইনফোসিস কর্তা এন আর নারায়ণ মূর্তি। বললেন, সংস্থাকেও লাভজনক ও দক্ষ করে তোলে প্রতিযোগিতা।

পড়ুয়াদের পেশাদার দুনিয়ায় সাফল্যের দিশা দিতে প্রতিযোগিতার প্রসঙ্গ তোলেন ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা। বিশ্বায়নের প্রেক্ষিতে উদাহরণ টানেন সেই সব ভারতীয় সংস্থার, যারা বিশ্বে সাফল্য পেতে উদগ্রীব। আর সেটা ভেবেই ব্যবসার ঘুঁটি সাজায়। মূর্তির মতে, এ ভাবে ব্যবসার বেড়াজাল ভাঙছে। তাঁর কথায়, ‘‘বাস্তবের দুনিয়ায় পা রাখলে বোঝা যায় প্রতিযোগিতাই আসল শিক্ষক। ওই সংস্থাগুলি বিশ্বের এক প্রান্তের প্রতিদ্বন্দ্বীর থেকে যা শেখে, অন্য প্রান্তে গিয়ে তা কাজে লাগাতে চেষ্টা করে। এ ভাবে তারা যেমন দক্ষ হয়ে ওঠে, তেমনই জন্ম নেয় ব্যবসার অনেক আদর্শ নীতির।’’

মূর্তির দাবি, তিনি চান পড়ুয়ারাও এই প্রতিযোগিতার মন্ত্র মেনে চলুক। কী ভাবে সংস্থাগুলি সাফল্য পাচ্ছে, কোন মানসিককতা থেকে, সেটা বুঝে দক্ষ করে তুলুক নিজেকে ও সংস্থাকে।

অন্য বিষয়গুলি:

N. R. Narayana Murthy IIM Kolkata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE