আকাশে শত্রুর মহড়া নিতে ভারতের প্রয়োজনের উপযুক্ত যুদ্ধবিমান এ দেশের মাটিতেই তৈরি করতে চায় লকহিড মার্টিন। মার্কিন যুদ্ধবিমান ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতাটির দাবি, এর ফলে ভারত যেমন তার প্রয়োজন মাফিক বিমান হাতে পাবে, তেমনই সেই প্রকল্পে সামিল হতে পারবে এ দেশের বহু ছোট-মাঝারি সংস্থা।
যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে লকহিড মার্টিন বিশ্বের প্রথম সারির সংস্থা। এখন অত্যাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের ‘এফ সিরিজের’ যুদ্ধবিমান তৈরি করে তারা। মোদী সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি লগ্নির দরজা খুলে দেওয়ার পরে এ দেশের মাটিতে এফ-১৬ যুদ্ধবিমান তৈরির জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে জোট বাঁধে সংস্থাটি। সে জন্য তাদের জমি ও পরিকাঠামো দেওয়ার প্রস্তাব দেয় ঝাড়খণ্ড।
এই পরিপ্রেক্ষিতে লকহিডের ভাইস প্রেসিডেন্ট বিবেক লালের দাবি, বিশ্বে তারাই একমাত্র যুদ্ধবিমান নির্মাতা, যারা শুধু ভারতের প্রয়োজনের কথা মাথায় রেখে, শুধু তাদেরই জন্য কোনও যুদ্ধবিমান তৈরির কথা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের কথা বারবার বলেন, লকহিডের উদ্যোগের হাত ধরে প্রতিরক্ষা শিল্পে তা-ও এক লাফে অনেকখানি এগোতে পারবে বলে তাঁর ইঙ্গিত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy