লক্ষ্মী মিত্তল। —ফাইল চিত্র।
বহু টানাপড়েন, একাধিক বার দাম দেওয়া, তর্ক-বিতর্কে দাঁড়ি পড়তে চলেছে। শুক্রবার আর্সেলর-মিত্তলের দাবি, ধারে ধুঁকতে থাকা এসার স্টিল কেনার জন্য নিলামে জিতেছে তাদের দরই। অনাবাসী ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের ইস্পাত সংস্থাটি প্রায় ৪২ হাজার কোটি টাকায় এসার কেনার কথার জানিয়েছে। যা বাস্তবায়িত হলে মিত্তলের বহু দিনের লক্ষ্য পূরণ করে ভারতে এই প্রথম পা রাখবে বিশ্বের বৃহত্তম ইস্পাত সংস্থাটি।
দেউলিয়া আইনে বিক্রির জন্য নিলামে উঠেছিল এসার। আর্সেলর জানিয়েছে, তাতে পাওনাদারদের কমিটি বেছেছে তাদের। সংস্থার দাবি, অধিগ্রহণের জন্য ঋণ মেটাতে তারা প্রথমে ৪২ হাজার কোটিরও বেশি দেবে। সংস্থা চালাতে ও উৎপাদন বাড়াতে দেবে আরও ৮,০০০ কোটি।
গত বৃহস্পতিবার এই প্রস্তাবে সায় দিয়েছে কমিটি। আবার ওই দিনই এসারের প্রোমোটার রুইয়া গোষ্ঠীও তাদের প্রধান সংস্থাকে হাতে রাখার শেষ চেষ্টা হিসেবে ঋণ মেটাতে ৫৪,৩৮৯ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু ১৯ অক্টোবর নিলামে সর্বোচ্চ দর দেওয়ার জন্য আর্সেলর-মিত্তলকেই বেছে নেয় কমিটি। যদিও এসারের প্রোমোটারদের চেয়েছিলেন, মিত্তলের চেয়ে বেশি হওয়ায় তাঁদের দর ওই বিবেচনা করা হোক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy