Advertisement
২২ জানুয়ারি ২০২৫
ITC ordered to pay Rs 1 lakh for 1 less biscuit

প্যাকেটে একটি বিস্কুট কম! এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে আইটিসিকে নির্দেশ ক্রেতা সুরক্ষা আদালতের

আইটিসির বিস্কুট কিনেছিলেন দিল্লিবাবু। প্যাকেটে একটি বিস্কুট কম ছিল। তা নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত আদালত আইটিসিকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় দিল্লিবাবুকে।

file image

প্যাকেটে একটি বিস্কুট কম, জরিমানার মুখে আইটিসি। — ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৪৬
Share: Save:

প্যাকেটে একটি বিস্কুট কম ছিল। আইনি লড়াই শেষে সেই একটি বিস্কুটেরই দাম দাঁড়াল এক লক্ষ টাকা। অবাক হওয়ার মতোই বিষয় বটে। সম্প্রতি আইটিসি সংস্থাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে।

চেন্নাইয়ের বাসিন্দা পি দিল্লিবাবু। ২০২১ সালের ডিসেম্বরে হিমাচলের মানালির একটি দোকান থেকে পথকুকুরদের খাওয়ানোর জন্য ওই সংস্থার অন্যতম ব্র্যান্ড ‘সানফিস্ট মেরি লাইট’-এর বিস্কুট কেনেন তিনি। বিস্কুটের প্যাকেটে লেখা ছিল তাতে ১৬টি করে বিস্কুট আছে। কিন্তু প্যাকেট খোলার পর দিল্লিবাবু গুনে দেখেন, প্যাকেটে রয়েছে ১৫টি করে বিস্কুট। একটি বিস্কুট কম। দিল্লিবাবু যে দোকান থেকে বিস্কুটগুলি কিনেছিলেন সেখানে গিয়ে অভিযোগ করেন। আইটিসি সংস্থাকেও অভিযোগ জানিয়ে বিষয়টির ব্যাখ্যা চান। কিন্তু জবাবে সন্তুষ্ট হতে পারেননি দিল্লিবাবু।

এর পরেই ক্রেতা উপভোক্তা আদালতে যান দিল্লিবাবু। আদালতকে তিনি জানান, প্রতিটি বিস্কুটের দাম পড়ছে ৭৫ পয়সা। অভিযোগে তিনি আরও জানান, আইটিসি সংস্থা দিনে ৫০ লক্ষ প্যাকেট বিস্কুট তৈরি করে। এই হিসাব অনুযায়ী, সংস্থাটি ক্রেতাদের এ ভাবে ঠকিয়ে দৈনিক ২৯ লক্ষ টাকা উপার্জন করে নিচ্ছে। আইটিসি পাল্টা যুক্তি দেয়, বিস্কুটের সংখ্যা হিসাবে নয়, ওজন হিসাবে বিক্রি হয়। তাই ‘সানফিস্ক মেরি লাইট’ বিস্কুটের প্যাকেটের উপর ওজন লেখা থাকে ৭৬ গ্রাম। যদিও আদালত দেখে, ১৫টি বিস্কুটের প্যাকেটের ওজন হচ্ছে ৭৪ গ্রাম। আইটিসি সওয়াল করে, ২০১১ সালের ‘লিগাল মেট্রোলজি রুলস’ অনুযায়ী প্যাকেটজাত পণ্যে সর্বোচ্চ সাড়ে ৪ গ্রাম পর্যন্ত ওজনে অসঙ্গতি ধর্তব্যযোগ্য নয়। কিন্তু আদালতে সেই যুক্তি ধোপে টেকেনি। অনৈতিক ব্যবসায়িক প্রক্রিয়া চালানোর দায়ে আইটিসিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত। সেই টাকা পাবেন দিল্লিবাবু।

অন্য বিষয়গুলি:

ITC Biscuits
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy