মাদুরাই পার্টি কংগ্রেস থেকে সিপিএমের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরে প্রথম বার রাজ্যে আসছেন এম এ বেবি। সূত্রের খবর, বেবির কলকাতায় আসার কথা আজ, সোমবার। দলের প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির নামে কর্মী প্রশিক্ষণের একটি কর্মসূচি (ক্যাডারশিপ প্রোগ্রাম) নিয়েছে সিপিএম। ব্রিগেড সমাবেশের মাঠে শিবির খুলে রবিবারও তার জন্য নাম নথিভুক্তি করা হয়েছে। রাজারহাটে দলীয় প্রশিক্ষণের সেই সংক্রান্ত কর্মসূচিতে যাওয়ার কথা নতুন সাধারণ সম্পাদকের। পরের দিন, মঙ্গলবার কলকাতার প্রমোদ দাশগুপ্ত ভবনে লেনিনের জন্মদিবস উপলক্ষে সভায় বক্তা বেবি এবং দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সভাপতিত্ব করার কথা পলিটব্যুরোর আর এক সদস্য শ্রীদীপ ভট্টাচার্যের। আলিমুদ্দিন স্ট্রিটে আজ সিপিএমের রাজ্য কমিটির বৈঠকও আছে। দলীয় সূত্রের খবর, সময়মতো শহরে পৌঁছলে সেই বৈঠকেও থাকতে পারেন দলের সাধারণ সম্পাদক।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)