Advertisement
০২ নভেম্বর ২০২৪

মাল্যের বিরুদ্ধে তদন্তের জাল ছড়াচ্ছে সেবি

বিজয় মাল্যের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে তদন্তের জাল আরও ছড়াচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন বিষয়। বেআইনি ভাবে তাঁর বিভিন্ন সংস্থার গোপন তথ্য সরবরাহ করে শেয়ার লেনদেনে মুনাফা করা হয়েছে কি না কিংবা তাঁদের পরিচালন ব্যবস্থায় কোনও অনিয়ম হয়েছে কি না ইত্যাদির চুলচেরা বিচার শুরু হয়েছে ইতিমধ্যেই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ০৩:২৫
Share: Save:

বিজয় মাল্যের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে তদন্তের জাল আরও ছড়াচ্ছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবি। খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন বিষয়। বেআইনি ভাবে তাঁর বিভিন্ন সংস্থার গোপন তথ্য সরবরাহ করে শেয়ার লেনদেনে মুনাফা করা হয়েছে কি না কিংবা তাঁদের পরিচালন ব্যবস্থায় কোনও অনিয়ম হয়েছে কি না ইত্যাদির চুলচেরা বিচার শুরু হয়েছে ইতিমধ্যেই। কারণ, বহু ক্ষেত্রেই এ সব বিষয়ে সংস্থাগুলি নিয়ম মানেনি বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। তার পরই নতুন করে তদন্ত শুরু করেছে সেবি।

এ বারের তদন্তের বিষয়গুলির মধ্যে আছে দেশে-বিদেশে মাল্যের ইউনাইটেড ব্রুয়ারিজ গোষ্ঠী, ইউনাইটেড স্পিরিটসের ব্যবসায়িক লেনদেন, নানা সংস্থার সঙ্গে হওয়া চুক্তি ও সেগুলির ব্যাখ্যা ইত্যাদি। ব্রিটিশ মদ প্রস্তুতকারক ডিয়াজিও ছাড়াও তার মধ্যে রয়েছে খেলাধুলোর জগতে কিংফিশার কর্তার বিভিন্ন লগ্নিও। এই সব বিষয়ে মাল্যের সংস্থা-সহ সংশ্লিষ্ট সব পক্ষের মত জানতে চেয়েছে সেবি। তদন্তের স্বার্থে আগামী দিনে ভারত ও বিদেশের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার কাছে চিঠিও পাঠাতে পারে তারা। খতিয়ে দেখা হচ্ছে কোম্পানি আইন মানা হয়েছে কি না ও সংস্থাগুলির অডিটরদের ভূমিকা।

অন্য বিষয়গুলি:

business news vijay mallya investigation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE