Advertisement
০৫ নভেম্বর ২০২৪

শিল্প বৃদ্ধি ন’মাসে সর্বোচ্চ, থমকে মূল্যবৃদ্ধি

শিল্প বৃদ্ধি ২০১৬ সালের অগস্টে ছিল ৪%। আর এ বছর জুলাইয়ের সংশোধিত হার ০.৯৪%। তবে এপ্রিল থেকে অগস্টের হিসেব ধরলে শিল্প বৃদ্ধি ২.২%, যেখানে আগের বছরের হার ছিল ৫.৯%।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ০২:৩১
Share: Save:

অর্থনীতি নিয়ে আশঙ্কার মেঘের মধ্যেই রুপোলি রেখা। অগস্টে কল-কারখানার উৎপাদন বেড়েছে ৪.৩% হারে, যা গত ন’মাসে সবচেয়ে বেশি। এর আগে তা সব থেকে চড়া ছিল ২০১৬-র নভেম্বরে। ছুঁয়েছিল ৫.৭%। মূলত খনি, বিদ্যুৎ ক্ষেত্র ও মূলধনী পণ্যের উৎপাদন বাড়ার হাত ধরেই শিল্প অগস্টে চাঙ্গা হয়েছে বলে বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। তবে এ দিনই সেপ্টেম্বরের খুচরো মূল্যবৃদ্ধির হার একই জায়গায় থমকে থাকার হিসেবও দিয়েছে সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস (সিএসও)।

শিল্প বৃদ্ধি ২০১৬ সালের অগস্টে ছিল ৪%। আর এ বছর জুলাইয়ের সংশোধিত হার ০.৯৪%। তবে এপ্রিল থেকে অগস্টের হিসেব ধরলে শিল্প বৃদ্ধি ২.২%, যেখানে আগের বছরের হার ছিল ৫.৯%।

এ দিকে, সেপ্টেম্বরে আনাজের দাম ৩.৯২% হারে কমলেও খুচরো মূল্যবৃদ্ধি এক জায়গায় দাঁড়িয়ে। আগের বছরের একই সময়ে ছিল ৪.৩৯%।

বাজার চাঙ্গা, বাড়ল টাকাও: আগের দিন ৯০ পয়েন্ট পড়ার পরে ফের চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। সেনসেক্স ৩২ হাজারে ও নিফ্‌টি ১০ হাজারের ঘরে ফের ঢুকল। বৃহস্পতিবার সেনসেক্স এক ধাক্কায় ৩৪৮.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২,১৮২.২২ অঙ্কে। নিফ্‌টি ১১১.৬০ পয়েন্ট বেড়ে ১০,০৯৬.৪০ অঙ্কে থিতু হয়েছে। টাকাও ৬ পয়সা বেড়েছে। দিনের শেষে এক ডলার হয় ৬৫.০৮ টাকা।

টিসিএসের নিট মুনাফা ২.১% কমার প্রভাব অবশ্য বাজারে পড়েনি। জুলাই-সেপ্টেম্বরে সংস্থার নিট মুনাফা কমে হয়েছে ৬,৪৪৬ কোটি টাকা। সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি স্থিতাবস্থায় থাকা ও অগস্টে শিল্পোৎপাদন বাড়ার ইতিবাচক প্রভাব অবশ্য শুক্রবার বাজারে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বাজারের ঝাঁপ বন্ধ হওয়ার পরে প্রকাশিত হয় এই দুই পরিসংখ্যান।

অন্য বিষয়গুলি:

Industry Industrial growth TCS টিসিএস
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE