Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ডব্লিউটিও-য় যেতে পারে ভারত

ট্রাম্পের অভিযোগ, ভারতীয় পণ্যে তারা শুল্ক না চাপালেও ভারত তাদের পণ্যে উঁচু হারে শুল্ক বসায়।

ট্রাম্পের অভিযোগ, ভারতীয় পণ্যে তারা শুল্ক না চাপালেও ভারত তাদের পণ্যে উঁচু হারে শুল্ক বসায়। ছবি: এপি।

ট্রাম্পের অভিযোগ, ভারতীয় পণ্যে তারা শুল্ক না চাপালেও ভারত তাদের পণ্যে উঁচু হারে শুল্ক বসায়। ছবি: এপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০২:২৮
Share: Save:

আমেরিকার সঙ্গে বাণিজ্যে ভারত যে বিশেষ সুযোগ সুবিধা (প্রেফারেন্সিয়াল ট্রেড ট্রিটমেন্ট) পায়, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, ওয়াশিংটনের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি কমিটির দ্বারস্থ হওয়ার কথা ভাবছে ভারত।

ট্রাম্পের অভিযোগ, ভারতীয় পণ্যে তারা শুল্ক না চাপালেও ভারত তাদের পণ্যে উঁচু হারে শুল্ক বসায়। তাই প্রায় ২,০০০টি ভারতীয় পণ্যে বিনা শুল্কের সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। অনেকের বক্তব্য, এর প্রভাব পড়তে পারে ৫,৬০০ কোটি ডলারের রফতানির উপরে। ভারতের যদিও দাবি, সেই অঙ্ক ১৯ কোটির বেশি নয়।

আমেরিকার সিদ্ধান্তের মোকাবিলা করতে একাধিক পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্র। ডব্লিউটিও-য় যাওয়ার পাশাপাশি যার মধ্যে অন্যতম রফতানি শিল্পকে আর্থিক সুবিধা। এ ছাড়া ২৯টি মার্কিন পণ্যে পাল্টা শুল্কও রয়েছে তালিকায়। যে সিদ্ধান্তের রূপায়ণ ছ’বার পিছোনো হয়েছে। তবে অনেকের মতে, ডব্লিউটিওর সালিশি দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া। তাই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত।

২০১৮ সালে আমেরিকার বাণিজ্য ঘাটতি ৬২,১০০ কোটি ডলারে পৌঁছেছে। যা কমাতে বিভিন্ন দেশের উপরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য উন্নয়নশীল দেশের ব্যাপারে তারা কী পদক্ষেপ করে তা দেখতে চাইছে ভারত। তার পরেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE