আগামী সপ্তাহেই বাজারে আসার কথা অ্যাপল মিউজিক-এর। যেখানে গ্রাহককে নির্দিষ্ট মাসুলের বিনিময়ে নেট থেকে সরাসরি গান শোনার (স্ট্রিমিং) পরিষেবা দেবে অ্যাপল। কিন্তু তার আগেই প্রতিদ্বন্দ্বীকে বিনা লড়াইয়ে একচুল জমিও না-ছাড়ার বার্তা দিয়ে একই পরিষেবা নিখরচায় চালু করে দিল গুগ্ল।
গুগ্ল প্লে মিউজিক এমনিতে মাসে ৯.৯৯ ডলারের পরিবর্তে দু’বছর গ্রাহককে নেটে গান শোনানোর এই পরিষেবা আগেই এনেছে। কিন্তু এ বার আরও এক ধাপ এগিয়ে এই প্রথম তা বিনামূল্যে দিচ্ছে তারা। তবে গুগ্ল জানিয়েছে, বিনামূল্যের এই সংস্করণে বিজ্ঞাপন থাকবে। মিলবে না কিছু গানও, মাসুলের পরিষেবায় যা হয় না।
চলতি মাসের প্রথমেই অ্যাপল জানিয়েছিল ৩০ জুন বাজারে তাদের নতুন পরিষেবা অ্যাপল মিউজিক-এর পা রাখার কথা। খরচ সেই মাসে ৯.৯৯ ডলার, প্রথম তিন মাস নিখরচায়। তারপরই তড়িঘড়ি গুগ্লের পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। গুগ্লের প্রো়ডাক্ট ম্যানেজার এলিয়াস রোমান জানান, অনলাইন পরিষেবা চালু হয়ে গিয়েছে। সপ্তাহ শেষেই তা মিলবে অ্যান্ড্রয়েড ও আইওএস প্রযুক্তিচালিত মোবাইলেও। এটি গ্রাহক টানার অন্যতম হাতিয়ার হবে বলে দাবি তাঁর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy