অনুৎপাদক সম্পদের (এনপিএ) সঙ্গে জুঝতে ব্যাঙ্কগুলিকে রসদ জোগানোর নতুন পথ নিয়ে ভাবনাচিন্তা করছে কেন্দ্র। যার আওতায় ব্যাঙ্কের মুনাফায় হাত না দিয়েই এই টাকা তুলে রাখার নতুন ব্যবস্থা চালুর কথা ভাবছে তারা।
সূত্রের খবর, এ জন্য ব্যাঙ্কগুলিকে প্রভিশন শোর-আপ সার্টিফিকেট (পিএসসি) দিতে পারে কেন্দ্র। এর ফলে ব্যাঙ্কগুলিকে মুনাফার টাকায় হাত দিতে হবে না। বরং সেই টাকা ব্যাঙ্কগুলি ঋণ দেওয়ার কাজে লাগাতে পারবে। এক মাত্র যত টাকা তাদের অনুৎপাদক সম্পদ খাতে সরিয়ে রাখার কথা, ঠিক তত টাকারই পিএসসি দেওয়া হবে।
তবে ব্যাঙ্কগুলিকে এক বারেই পিএনসি না দিয়ে, বেশ কয়েকটি ত্রৈমাসিক ধরে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ওই সূত্র। পাশাপাশি, দেউলিয়া আইনের আওতায় এই পুরো ব্যবস্থা দেখাশোনা করতে অছি তৈরির কথাও ভাবা হচ্ছে।
এখন অনেক ব্যাঙ্কের কার্যকরী মুনাফা হলেও, শুধুমাত্র অনুৎপাদক সম্পদ খাতে অর্থের সংস্থান করতে গিয়ে লোকসান হচ্ছে। অথচ ওই খাতে রাখা অর্থ ব্যাঙ্কের কোনও কাজেও লাগছে না। এই সমস্যারই সমাধান খুঁজতে এই উদ্যোগ সরকারের।
উল্লেখ্য, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউনিয়ন ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্সের মোট লোকসান হয়েছে ১৫,৯৬২ কোটি টাকা। অর্থ মন্ত্রকের কর্তারাও মানছেন, তা যথেষ্ট চিন্তার। একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লোকসান হওয়ায় প্রশ্নের মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকারও। এই অবস্থায় তাই অনুৎপাদক সম্পদ নিয়ে অন্য রকম ভাবনার পথেই হাঁটছে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy