Advertisement
০৫ নভেম্বর ২০২৪

খারিজ আর্জি, তবু দমছেন না সাইরাস

টাটা ট্রাস্টসের চেয়ারম্যান রতন টাটা রায়কে স্বাগত জানালেও, একে ‘হতাশাজনক’ তকমা দেন সাইরাস। তবে তিনি যে হাল ছাড়ছেন না, তা-ও স্পষ্ট করেছেন রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর কথা ঘোষণা করে।

সাইরাস মিস্ত্রি। ছবি: রয়টার্স।

সাইরাস মিস্ত্রি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০৩:০৯
Share: Save:

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে তাঁকে বেআইনি ভাবে সরানো হয়েছে বলে জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনালে (এনসিএলটি) নালিশ করেছিলেন সাইরাস মিস্ত্রি। অদক্ষ পরিচালনার অভিযোগ তুলেছিলেন টাটা গোষ্ঠীর সংস্থাগুলিতে।

সোমবার সেই মামলার রায়ে ট্রাইবুনাল জানাল, এগ্‌জ়িকিউটিভ চেয়ারম্যানকে তাঁর পদ থেকে সরানোর যোগ্যতা আছে গোষ্ঠীর পর্ষদের। বিশেষত তারা যেখানে মিস্ত্রির উপর বিশ্বাসই হারিয়ে ফেলেছিলেন।

সংস্থার বিরুদ্ধে অদক্ষ পরিচালনার অভিযোগেও সারবত্তা খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে এনসিএলটি। টাটা সন্সের পর্ষদে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নিয়ে মিস্ত্রির আপত্তি খারিজ করে বলেছে, তাঁর আচরণ গোষ্ঠীর মসৃণ ভাবে কর্মকাণ্ড চালানোর পথে বাধা ছিল।

ফিরে দেখা

• ২৪ অক্টোবর, ২০১৬: টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে বিতাড়িত সাইরাস মিস্ত্রি।

• ২০ ডিসেম্বর, ২০১৬: এনসিএলটির দ্বারস্থ তিনি। অভিযোগ, টাটাদের সংস্থায় অদক্ষ পরিচালনা, সংখ্যালঘু

শেয়ারহোল্ডারদের সঙ্গে


অন্যায় হওয়া ও তাঁকে বেআইনি ভাবে সরানোর।

• ৯ জুলাই, ২০১৮: এনসিএলটি আর্জি খারিজ করল মিস্ত্রির।

টাটা ট্রাস্টসের চেয়ারম্যান রতন টাটা রায়কে স্বাগত জানালেও, একে ‘হতাশাজনক’ তকমা দেন সাইরাস। তবে তিনি যে হাল ছাড়ছেন না, তা-ও স্পষ্ট করেছেন রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর কথা ঘোষণা করে। ফলে বছর দুয়েক দম নেওয়ার পরে আগামী দিনে ফের টাটা-মিস্ত্রি কাজিয়া দানা বাঁধতে চলেছে বলে আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। রতন টাটার অবশ্য দাবি, মিস্ত্রিকে বিতাড়িত করার সিদ্ধান্ত যে ঠিক ছিল, সেটাই এ দিন প্রমাণ করল ট্রাইবুনালের আর্জি খারিজ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE