Advertisement
০৫ নভেম্বর ২০২৪

ব্যালটে চোখ, বিমা ভাবনা ছোট ব্যবসায়

 সস্তার বিমা থেকে কম সুদে ঋণ। ভোটের মুখে ছোট ব্যবসায়ীদের জন্য এ ধরনের এক গুচ্ছ প্রকল্প আনার কথা ভাবছে সরকার। যে ছোট ব্যবসায়ীদের এক বড় অংশ বরাবর বিজেপির বিশ্বস্ত ভোটব্যাঙ্ক, কিন্তু নোটবন্দি এবং তড়িঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কায় বিপর্যস্ত ও ক্ষুব্ধ। 

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৯ ০০:৫৬
Share: Save:

সস্তার বিমা থেকে কম সুদে ঋণ। ভোটের মুখে ছোট ব্যবসায়ীদের জন্য এ ধরনের এক গুচ্ছ প্রকল্প আনার কথা ভাবছে সরকার। যে ছোট ব্যবসায়ীদের এক বড় অংশ বরাবর বিজেপির বিশ্বস্ত ভোটব্যাঙ্ক, কিন্তু নোটবন্দি এবং তড়িঘড়ি জিএসটি চালুর জোড়া ধাক্কায় বিপর্যস্ত ও ক্ষুব্ধ।

সংশ্লিষ্ট সূত্রের খবর, জিএসটিতে নথিভুক্ত ছোট ব্যবসায়ীদের জন্যই এই বিমা চালুর কথা ভাবা হচ্ছে। এতে ব্যবসায়ী তাঁর বার্ষিক ব্যবসার অঙ্কের প্রেক্ষিতে ১০ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমার সুযোগ পাবেন। অনেকটা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ও ছোট ব্যবসায়ীদের জন্য উত্তরপ্রদেশ সরকারের প্রকল্পের ধাঁচে ওই বিমা প্রকল্পটির কথা ভাবা হচ্ছে।

শর্ত সাপেক্ষে কম সুদে ব্যবসায়ীদের ঋণ দেওয়ার কথাও ভাবছে কেন্দ্র। মহিলা উদ্যোগীদের উৎসাহিত করতে সরকারি বরাতের যতটা ছোট ব্যবসায়ীদের দেওয়া বাধ্যতামূলক, তার একাংশ তাঁদের জন্য সংরক্ষিত রাখার বিষয়টিও এখন খতিয়ে দেখা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Small Business Insurance Central Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE