Advertisement
০২ নভেম্বর ২০২৪

খুচরো মূল্যবৃদ্ধি কমার জেরে বাড়ল সেনসেক্স

আগের দিন প্রায় ৬৩০ পয়েন্ট পড়ার পরে বুধবার কিছুটা বাড়ল বাজার। সেনসেক্স ৩৭৪ পয়েন্ট উঠে দাঁড়াল ২৭,২৫১ অঙ্কে। ডলারে ১৭ পয়সা বাড়ে টাকার দামও। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪ টাকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৫ ০২:৫৭
Share: Save:

আগের দিন প্রায় ৬৩০ পয়েন্ট পড়ার পরে বুধবার কিছুটা বাড়ল বাজার। সেনসেক্স ৩৭৪ পয়েন্ট উঠে দাঁড়াল ২৭,২৫১ অঙ্কে। ডলারে ১৭ পয়সা বাড়ে টাকার দামও। প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪ টাকা।

বিশেষজ্ঞরা জানান, পড়তি বাজারে শেয়ার কেনার সুযোগ কাজে লাগানোর পাশাপাশি খুচরো বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমার খবর লগ্নিকারীদের শেয়ার কেনায় উৎসাহিত করেছে। এ দিন অবশ্য লেনদেনের পুরো সময়টা ধরেই সূচক দ্রুত ওঠা-নামা করেছে। সারা দিনের ওঠা-পড়া প্রায় ৫৫০ পয়েন্ট।

তবে সূচকের এ দিনের উত্থান শেয়ার বাজারের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বর্তমান অনিশ্চিত বাজারে পড়তি দরে শেয়ার কেনার জেরে সূচক কিছুটা উপরে উঠলেও সেখানে স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ, অনিশ্চিত বাজারে লগ্নিকারীরা সাধারণত শেয়ার কেনার পরে তা বেশি দিন হাতে ধরে রাখতে সাহস পান না। তাঁরা যখন শেয়ার কেনেন, তখন সূচক উপরের দিকে ওঠে। পরে তা বিক্রি করতে থাকলে সূচকও ফের পড়তে শুরু করে।

অন্য বিষয়গুলি:

BSE Sensex two-week high sen sex share market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE