রিজার্ভ ব্যাঙ্কের চিহ্নিত করা ২২-২৩টি বড় ঋণখেলাপি অ্যাকাউন্টকে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনালে (এন সি এল টি) পাঠাবে ব্যাঙ্কগুলি। যাতে তাদের বিরুদ্ধে দেউলিয়া আইনের আওতায় ব্যবস্থা নেওয়া যায়। অগস্টে ২৮টি সংস্থার ওই অ্যাকাউন্ট চিহ্নিত করেছিল শীর্ষ ব্যাঙ্ক। দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বকেয়া ঋণের প্রায় ১.৪ লক্ষ কোটি টাকা রয়েছে এদের হাতে।
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ ছিল, হয় ১৩ ডিসেম্বরের মধ্যে সংস্থাগুলির অনুৎপাদক সম্পদের সমস্যা মেটাতে হবে, না-হলে তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে এনসিএলটিতে পাঠাতে হবে। সেই প্রসঙ্গেই ব্যাঙ্কের কর্তাদের দাবি, অনরাক অ্যালুমিনিয়াম, জয়সওয়াল নেকো ইন্ডাস্ট্রিজ, সোমা এন্টারপ্রাইজেস ও জয়প্রকাশ অ্যাসোসিয়েটস ছাড়া বাকি ঋণখেলাপি সংস্থাগুলিকে ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ চার সংস্থার জন্য বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
ভিডিওকন ইন্ডাস্ট্রিজের বিপুল ঋণ সত্ত্বেও সেটির জন্য সময় চাওয়া হয়েছে বলেও তাঁদের দাবি। এক ব্যাঙ্ক কর্তার কথায়, শীর্ষ ব্যাঙ্ক সময় দিলে ভাল। না-হলে ভিডিওকনকেও ট্রাইব্যুনালে পাঠানো হবে।
২৮টি অ্যাকাউন্টের মধ্যে আছে, উত্তম গালভা স্টিল, নাগার্জুন অয়েল রিফাইনারি, রুচি সয়া, এসার প্রোজেক্টস, জয় বালাজি ইন্ডাস্ট্রিজ, ভিসা স্টিল ইত্যাদি। নিয়ম অনুসারে, এনসিএলটি-তে গেলেও অ্যাকাউন্টগুলির ঋণের ৫০% ব্যাঙ্কগুলিকে তুলে রাখতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy