সকলের সামনে কর্পোরেট দুনিয়ার সব থেকে বড় ৭,০০০ ঋণখেলাপির নাম প্রকাশ করে দেওয়ার হুমকি দিল ব্যাঙ্ক কর্মীদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। তাদের শোধ না-করা ধারের পরিমাণ প্রায় ৭০ হাজার কোটি টাকা। সংগঠনটি ওই সব ঋণখেলাপিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের দাবিও জানিয়েছে। এআইবিইএ-র জেনারেল সেক্রেটারি সি এইচ ভেঙ্কটচলম বলেন, ‘‘ ৭,০০০ বড়সড় সংস্থা ঋণ খেলাপের তালিকায় রয়েছে। তারা এক উদ্দেশ্যে মোটা ঋণ নিয়ে খরচ করেছে অন্য কিছুতে।’’
সংগঠনের অভিযোগ, এই সব সংস্থার বিরুদ্ধে কেন্দ্র কড়া পদক্ষেপ নিচ্ছে না। ভেঙ্কটচলমের প্রশ্ন, ‘‘কেন শুধু দেওয়ানি মামলা দায়ের করে ছেড়ে দেওয়া হবে? ফৌজদারি পদক্ষেপ করা হবে না?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy