Advertisement
০৩ নভেম্বর ২০২৪

১১,৫০০ কোটি আয় শুধু জমার জরিমানায়

প্রায় চার বছর পরে, ২০১৭-র ১ এপ্রিল থেকে নতুন করে গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম জমা (মিনিমাম ব্যালান্স) না রাখায় জরিমানার ব্যবস্থা চালু করে স্টেট ব্যাঙ্ক। শহর, আধা শহর ও গ্রামের ক্ষেত্রে ৫-১৫ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অন্যান্য ব্যাঙ্কগুলি অবশ্য বরাবরই জরিমানা কাটত। অর্থ মন্ত্রকের হিসেব অনুযায়ী, ২১টি সরকারি ব্যাঙ্কের জরিমানা বাবদ আয়ের ৪০ শতাংশই এসেছে শেষ অর্থবর্ষে (২০১৭-১৮)।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ০৪:৫৬
Share: Save:

আমজনতা নিয়ম মেনে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম জমা রাখতে পারেননি। সেই বাবদ জরিমানা করে গত চার বছরে ১১,৫০০ কোটি টাকা আয় করেছে ২৪টি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক। লোকসভায় এ কথা জানিয়েছেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী শিবপ্রতাপ শুক্ল।

এই ব্যাঙ্কগুলির মধ্যে এগিয়ে স্টেট ব্যাঙ্ক। ২০১৭-১৮ সালেই তাদের জরিমানা বাবদ আয় ২,৪০০ কোটি টাকা। তিনটি বেসরকারি ব্যাঙ্কের মধ্যে সবচেয়ে বেশি আয় এইচডিএফসি ব্যাঙ্কের (৫৯০ কোটি)।

প্রায় চার বছর পরে, ২০১৭-র ১ এপ্রিল থেকে নতুন করে গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম জমা (মিনিমাম ব্যালান্স) না রাখায় জরিমানার ব্যবস্থা চালু করে স্টেট ব্যাঙ্ক। শহর, আধা শহর ও গ্রামের ক্ষেত্রে ৫-১৫ টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অন্যান্য ব্যাঙ্কগুলি অবশ্য বরাবরই জরিমানা কাটত। অর্থ মন্ত্রকের হিসেব অনুযায়ী, ২১টি সরকারি ব্যাঙ্কের জরিমানা বাবদ আয়ের ৪০ শতাংশই এসেছে শেষ অর্থবর্ষে (২০১৭-১৮)।

শুক্ল এই কথা জানানোর পরেই তোপ দেগেছে বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার কটাক্ষ, ‘‘নীরব মোদী-মেহুল চোক্সীর মতো প্রতারকরা ব্যাঙ্কের টাকা হাতিয়ে করে পালাচ্ছে। এ দিকে মোদী সরকারের মন্ত্র হল, সৎ মানুষের টাকা হাতিয়ে নেওয়া।’’

নতুন আয়

• গত বছর এপ্রিল থেকে সেভিংসে অ্যাকাউন্টে ন্যূনতম জমার নিয়ম ফের চালু করে স্টেট ব্যাঙ্ক।

• বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কে তা আগেই চালু ছিল। ছিল কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও।

• চার বছরে এ বাবদ মোট জরিমানা আদায় ১১,৫২০ কোটি টাকা।

• স্টেট ব্যাঙ্ক আসায় শুধু গত অর্থবর্ষেই তা ৪,৯৮৯ কোটি।

অন্য বিষয়গুলি:

Profit Bank SBI HDFC Fine
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE