Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বাড়বে বিক্রি, আশা গাড়ি শিল্পের

সম্প্রতি কলকাতার বাজারে টাটা মোটরস ও নিসানের নতুন গাড়ি চালুর অনুষ্ঠানে এসে পরিস্থিতি ব্যাখ্যা করেন দুই সংস্থার কর্তা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:৫৫
Share: Save:

কেরলের বন্যা, ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলির (এনবিএফসি) ঋণের জোগানে টান, বিমার খরচ বৃদ্ধি, জিএসটির ধাক্কা-সহ বিভিন্ন কারণে চলতি অর্থবর্ষে গাড়ির বাজার তেমন চড়েনি। উৎসবের মরসুমে বরাবর যাত্রী গাড়ির বিক্রি বাড়ার হার বেশি থাকলেও, গত বছর তা ধাক্কা খেয়েছিল। ফলে মুষড়ে পড়ে সংস্থাগুলি। তবে শিল্প মহলের দাবি, ২০১৯ সালে গাড়ি কেনার আগ্রহ তুলনায় কিছুটা বাড়ছে। টাটা মোটরস, নিসানের মতো সংস্থার কর্তাদের আশা, চতুর্থ ত্রৈমাসিকে সব মিলিয়ে বিক্রি বেশ কিছুটা বাড়তে পারে।

সম্প্রতি কলকাতার বাজারে টাটা মোটরস ও নিসানের নতুন গাড়ি চালুর অনুষ্ঠানে এসে পরিস্থিতি ব্যাখ্যা করেন দুই সংস্থার কর্তা। তাঁদের মতে, সার্বিক ভাবে বিক্রির ছবিটার কিছুটা উন্নতি হয়েছে। ক্রেতাদের আগ্রহও বাড়ছে। টাটা মোটরসের ভাইস প্রেসিডেন্ট (বিক্রি ও বিপণন) এস এন বর্মনের দাবি, ‘‘সুদ না কমলেও ঋণ পাওয়া কিছুটা সহজ হয়েছে। নতুন গাড়িও আসছে।’’ নিসান ইন্ডিয়ার প্রেসিডেন্ট থমাস কুয়েল বলেন, ‘‘ক্রেতাদের পছন্দের সুযোগ বাড়লে, গাড়ি কেনার আগ্রহ বাড়বে।’’ তবে চতুর্থ ত্রৈমাসিকে বিক্রি বাড়লেও, গোটা অর্থবর্ষে গত বারের তুলনায় বৃদ্ধি খুব বেশি হবে না বলেই মনে করছেন তাঁরা। বর্মনের দাবি, গত বছরের চেয়ে এ বার বিক্রি ২-২.৫% বাড়তে পারে।

অন্য বিষয়গুলি:

Automobile Industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE