Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বার্তা দিতে বেতন নেবেন না অনিল

বিপুল ধারের বোঝা ঘাড়ে চেপেছে আর-কমের। পায়ের নীচে অনেকটাই আলগা হয়েছে ব্যবসার মাটি। কমেছে বাজার-দখল। দাদা মুকেশ অম্বানীর সংস্থা জিও টেলি পরিষেবায় পা রাখার পরে তীব্র প্রতিযোগিতায় যুঝতে কার্যত নাভিশ্বাস উঠছে তাদের। গত অর্থবর্ষে নিট লোকসানের মুখ দেখেছে আর-কম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৭ ১৩:০০
Share: Save:

রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আর-কম) হাল সম্পর্কে আশ্বাস দিতে কিছু দিন আগেই সাংবাদিকদের সামনে এসেছেন। এ বার আর্থিক সমস্যায় জেরবার ওই সংস্থায় চলতি অর্থবর্ষে কোনও বেতন এবং কমিশনও নেবেন না কর্ণধার অনিল অম্বানী। সংস্থার এক মুখপাত্রের দাবি, আসলে এই সিদ্ধান্ত নিয়ে সকলের কাছে একটি বার্তা দিতে চেয়েছেন আর-কমের চেয়ারম্যান। বিশেষজ্ঞরা মনে করছেন, ঋণের বোঝায় জেরবার সংস্থাকে ঘুরিয়ে দাঁড় করানোর বিষয়ে দায়বদ্ধতা বোঝাতেই এই সিদ্ধান্ত।

বিপুল ধারের বোঝা ঘাড়ে চেপেছে আর-কমের। পায়ের নীচে অনেকটাই আলগা হয়েছে ব্যবসার মাটি। কমেছে বাজার-দখল। দাদা মুকেশ অম্বানীর সংস্থা জিও টেলি পরিষেবায় পা রাখার পরে তীব্র প্রতিযোগিতায় যুঝতে কার্যত নাভিশ্বাস উঠছে তাদের। গত অর্থবর্ষে নিট লোকসানের মুখ দেখেছে আর-কম। সময়ে ধার শোধ করা কতখানি সম্ভব হবে, তা নিয়ে সংশয়ে তাদের রেটিং ছাঁটাই করেছে বিভিন্ন মূল্যায়ন সংস্থা। পড়ছে সংস্থাটির শেয়ার দরও। খোদ অনিল ধার কমিয়ে ঘুরে দাঁড়ানোর কথা দেওয়া ও রাস্তা জানানোর পরেও তা তেমন বাড়েনি। এই পরিস্থিতিতে অনিলের সিদ্ধান্ত তাই বার্তাবহ।

অন্য বিষয়গুলি:

Anil Ambani RCom অনিল অম্বানী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE