ফাইল চিত্র।
রিল্যায়ান্স জিও’র ধাক্কায় বেসামাল হয়ে পড়েছে এয়ারটেল!
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল থেকে জুন, ২০১৭) এয়ারটেলের মোট আয়ের পরিমাণ আগের অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ৭৫ শতাংশ কমে গিয়েছে। ফলে, সংস্থার মোট লাভের পরিমাণ কমেছে উল্লেখযোগ্য ভাবে। ভারতী এয়ারটেলের তরফে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।
সংস্থা সূত্রের খবর, রিল্যায়ান্স জিও বাজারে আসার পর গত সেপ্টেম্বর থেকেই মোট আয়ের পরিমাণ কমতে থাকে এয়ারটেলের। কমতে কমতে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০১৭) সেই মোট আয়ের পরিমাণ হয়েছে ৩৬৭ কোটি টাকা। যা গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ছিল ঠিক তার ৪ গুণ বেশি। ১ হাজার ৪৬২ কোটি টাকা। সংস্থার কনসলিডেটেড রেভেনিউ-এর পরিমাণও কমেছে উল্লেখযোগ্য ভাবে। গত অর্থবর্ষের এই ত্রৈমাসিকে এই পরিমাণ ছিল ২৫ হাজার ৫৪৬ কোটি টাকা। যা চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে হয়েছে ২১ হাজার ৯৫৮ কোটি টাকা।
আরও পড়ুন- জিও-র থেকেও কম দামে ৪জি প্ল্যান আনল ভোডাফোন
এয়ারটেলের ভারত ও দক্ষিণ এশিয়া অপারেশনের এমডি এবং সিইও গোপাল মিত্তল বলেছেন, ‘‘নতুন নতুন অপারেটর আসছে বলে বছরে ১৫ শতাংশ হারে কমছে মোট আয়ের পরিমাণ।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy