Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দেশ জুড়ে প্রথম ফোর-জি এয়ারটেলের

দেশ জুড়ে এই প্রথম ফোর-জি পরিষেবা চালু করল এয়ারটেল। এবং তা রিলায়্যান্স জিও-র আগেই। আপাতত ২৬৯টি শহরে এই উন্নত প্রযুক্তির পরিষেবা পাওয়া যাবে বলে বৃহস্পতিবার জানিয়েছে সুনীল ভারতী মিত্তলের এয়ারটেল। মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ-কম্পিউটারে তা মিলবে। প্রথম পর্যায়ে মাত্র ২৫ টাকা দিয়ে তা ব্যবহার করা যাবে।

দেশ জুড়ে ফোর-জি পরিষেবা চালু করল এয়ারটেল। এই অনুষ্ঠানে এয়ারটেলের এমডি-সিইও গোপাল ভিত্তল। ছবি: পিটিআই।

দেশ জুড়ে ফোর-জি পরিষেবা চালু করল এয়ারটেল। এই অনুষ্ঠানে এয়ারটেলের এমডি-সিইও গোপাল ভিত্তল। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০২:২৬
Share: Save:

দেশ জুড়ে এই প্রথম ফোর-জি পরিষেবা চালু করল এয়ারটেল। এবং তা রিলায়্যান্স জিও-র আগেই। আপাতত ২৬৯টি শহরে এই উন্নত প্রযুক্তির পরিষেবা পাওয়া যাবে বলে বৃহস্পতিবার জানিয়েছে সুনীল ভারতী মিত্তলের এয়ারটেল। মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ-কম্পিউটারে তা মিলবে। প্রথম পর্যায়ে মাত্র ২৫ টাকা দিয়ে তা ব্যবহার করা যাবে।
এ দিন ৪,০০০ টাকার ফোর-জি মোবাইল আনার কথাও জানিয়েছে তারা। সে জন্য ইতিমধ্যেই মোবাইল নির্মাতা স্যামসাং এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে জোট বেঁধেছে এয়ারটেল। এয়ারটেলের এমডি-সিইও গোপাল ভিত্তল বলেন, গত কয়েক বছর ধরেই সারা দেশে ফোর-জি আনতে পরিকাঠামো গড়ার কাজ করেছে সংস্থা।
উল্লেখ্য, ২০১০-এর নিলামে ১৪টি সার্কেলে স্পেকট্রাম পায় এয়ারটেল। ২০১২-এ কলকাতায় প্রথম ফোর-জি শুরু করে সংস্থা। পরবর্তী দফায় বিভিন্ন শহরে পরীক্ষামূলক পরিষেবা চালুর পথে হাঁটে তারা। সব মিলিয়ে স্পেকট্রাম পাওয়া এবং পরিকাঠামো খাতে ১.১০ লক্ষ কোটি টাকা খরচ করেছে সংস্থা। মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিও ২২টি সার্কেলে স্পেকট্রাম পেলেও এখনও পরিষেবা চালু করেনি।

অন্য বিষয়গুলি:

Airtel 4G high-speed data services 4G India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE