Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ক্ষতিতে ডুবে, মোটা পুঁজির খোঁজ বিমান পরিষেবায়

যাত্রীর চাপ সামলাতে নতুন বিমানের বরাত দিতে হচ্ছে দেশের বিমান সংস্থাগুলিকে। তা সত্ত্বেও ক্ষতির মুখে পড়ছে তারা।

ক্ষতির মুখে দেশের বিমান সংস্থাগুলি। —ফাইল চিত্র।

ক্ষতির মুখে দেশের বিমান সংস্থাগুলি। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০২:৩৭
Share: Save:

গত চার বছরে ঘরোয়া উড়ানের যাত্রী সংখ্যা দ্বিগুণ হয়েছে। তা বাড়ছে প্রতি বছর। ভর্তি হচ্ছে ৯০% আসন। যাত্রীর চাপ সামলাতে নতুন বিমানের বরাত দিতে হচ্ছে দেশের বিমান সংস্থাগুলিকে। তা সত্ত্বেও ক্ষতির মুখে পড়ছে তারা। এই অবস্থায় আরও আশঙ্কার কথা শুনিয়েছে বিমান ক্ষেত্রের উপদেষ্টা সংস্থা কাপা। তাদের বক্তব্য, চলতি অর্থবর্ষে সংস্থাগুলির সম্মিলিত ক্ষতির অঙ্ক দাঁড়াতে পারে ১৯০ কোটি ডলার (১৩,৪৯০ কোটি টাকা)। যে কারণে হিসাবের খাতা শক্তিশালী করতে আরও অন্তত ২১,৩০০ কোটি টাকা পুঁজি প্রয়োজন বলে জানিয়েছে কাপা।

এয়ার ইন্ডিয়া লোকসানে ডুবেছে। গত ত্রৈমাসিকে ক্ষতির মুখ দেখেছে জেট এয়ার। ইন্ডিগোর লাভও কমেছে প্রায় ৯৭%। উপদেষ্টা সংস্থাটির বক্তব্য, জ্বালানির দাম বৃদ্ধিতে খরচ লাফিয়ে বাড়াই এর কারণ। অথচ প্রতিযোগিতায় টিকে থাকতে সে ভাবে ভাড়া বাড়াতেও পারছে না তারা। ফলে দুর্বল হচ্ছে আর্থিক স্বাস্থ্য।

অন্য বিষয়গুলি:

India Aviation Sector
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE