Advertisement
০৩ নভেম্বর ২০২৪

তথ্যপ্রযুক্তিতে ছাঁটাই বছরে ২ লাখ, ইঙ্গিত সমীক্ষায়

আপাতত ছাঁটাইয়ের প্রকোপ এড়াতে পারবে না তথ্যপ্রযুক্তি শিল্প। আর, তা বছরে ১.৭৫ থেকে ২ লক্ষের নীচে নামবে না বলেই ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। আগামী তিন বছর এমনই চলবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৫ মে ২০১৭ ০৩:২৫
Share: Save:

আপাতত ছাঁটাইয়ের প্রকোপ এড়াতে পারবে না তথ্যপ্রযুক্তি শিল্প। আর, তা বছরে ১.৭৫ থেকে ২ লক্ষের নীচে নামবে না বলেই ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। আগামী তিন বছর এমনই চলবে।

এ বছরেরই ফেব্রুয়ারিতে ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির একটি সমীক্ষার উপর ভিত্তি করে নিয়োগ সংস্থা হেড হান্টার্স ইন্ডিয়া এই বিশ্লেষণ করেছে। মূলত এগ্‌জিকিউটিভ নিয়োগের এই সংস্থার চেয়ারম্যান ও এমডি কে লক্ষ্মীকান্ত জানান, ‘‘আগামী তিন বছরে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বার্ষিক ছাঁটাই দাঁড়াবে ১.৭৫ থেকে ২ লক্ষ ইঞ্জিনিয়ার। এর মূল কারণ নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের তৈরি করতে না-পারা।’’ পাশাপাশি, ম্যাকিনসে-র সমীক্ষায় ইঙ্গিত, তথ্যপ্রযুক্তি পরিষেবায় আগামী তিন-চার বছরে মোট কর্মীর প্রায় অর্ধেকই ‘অকেজো’ হয়ে পড়বেন।

ম্যাকিনসে ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর নশির কাকা-ও বলেছেন, তথ্যপ্রযুক্তির ৫০ থেকে ৬০ শতাংশ কর্মীকে নতুন করে প্রশিক্ষণ দেওয়াই এই শিল্পের সামনে বড় চ্যালেঞ্জ। কারণ, প্রযুক্তির ক্ষেত্রে বড়সড় রদবদল ঘটে চলেছে। এই শিল্পে মোট কর্মী সংখ্যা ৩৯ লক্ষ। তাঁদের বেশির ভাগেরই নতুন প্রশিক্ষণ প্রয়োজন। এর থেকেই বোঝা যাচ্ছে ৩০ থেকে ৪০ শতাংশ কর্মীকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া বা দক্ষ করে তোলা যাবে না। সে ক্ষেত্রে পুরনো দক্ষতা নিয়ে যদি অর্ধেক কর্মী কাজে টিকে থাকতে পারেন, তা হলে বাকিরা হয়ে পড়বেন বাড়তি।

অন্য বিষয়গুলি:

IT Sector Sack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE