চাহিদা বাড়াতে ভরসা ‘ছোটে মিঞাই’।
অভিযোগ, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার বহু গ্রাহক একলপ্তে বেশি টাকা গুনে ১৪.২ কেজির সিলিন্ডার কিনতে নারাজ। কেন্দ্রীয় প্রকল্পের ‘মুখ বাঁচাতে’ তাই তেল সংস্থাগুলিকে ৫ কেজির সিলিন্ডার বিক্রিরও নির্দেশ দিয়েছে মোদী সরকার। যাতে চাহিদা বাড়ে। উজ্জ্বলার প্রচারেও ‘বাজেট’ বুঝে কেনার বার্তা পৌঁছে দিচ্ছে তারা।
কল্যাণীতে আইওসির বটলিং কারখানায় এসে বৃহস্পতিবার ইন্ডেনের পূর্বাঞ্চলীয় কর্তা অভিজিৎ দে জানান, ১৪.২ কেজি বা ৫ কেজি, উজ্জ্বলা গ্রাহকেরা এ বার যেটা ইচ্ছে কিনতে পারেন। ছোটটির দামও কম। সূত্রে খবর, কেন্দ্রের নির্দেশে অন্য দুই রাষ্ট্রায়ত্ত সংস্থাও এই সুবিধা দেবে।
যেমন ছোট সিলিন্ডারে খুশি নদিয়ার আনোয়ারা বিবি। যিনি টাকার অভাবে গ্যাস কিনছিলেন না। নদিয়ার এলপিজি সরাবরাহকারী সংগঠনের জেলা সম্পাদক বলরাম মাঝির মতে, এটি ভাল উদ্যোগ। রান্নার গ্যাসের চাহিদা বাড়াতে কল্যাণী-সহ রাজ্যে আইওসির পাঁচটি বটলিং কারখানার উৎপাদন ক্ষমতাও বাড়ানো হচ্ছে বলে জানান অভিজিৎবাবু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy