আজ, শুক্রবার সকাল থেকেই সকলের নজর আটকে থাকবে লোকসভা ভোটের ফলাফলের দিকে। কিন্তু অফিস-কাছারির ঝাঁপ তো বন্ধ নেই। ফলে টিভির সামনে বসে প্রতি মুহূর্তের টানটান উত্তেজনার আঁচ নেওয়ার সুযোগও কম। আর সেই সুযোগ কাজে লাগিয়েই মোবাইলে ভোটের ‘লাইভ’ ফল গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাইছে এয়ারটেলের মতো টেলি সংস্থা। সংস্থাটির গ্রাহকেরা তাঁদের মোবাইলেই দেখতে পাবেন খবরের চ্যানেল। রাস্তায়-ট্রেনে-বাসেও জেনে যেতে পারবেন মোদী-রাহুলের টক্করে এই মুহূর্তে কে কোথায়।
বস্তুত, ভোট-বাজারকে বিপণনের কাজে লাগাতে অনেক আগেই উদ্যোগী হয়েছে শিল্পমহল। এ বার সে ভাবেই ভোটের ফল নিয়ে আমজনতার কৌতূহলকে বাজি ধরে ব্যবসা ও পরিষেবার বিস্তার ঘটাতে উদ্যোগী টেলিকম শিল্প। এয়ারটেলের মতোই সেই দৌড়ে পিছিয়ে নেই আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়া। ভোটের ফল জানাতে বিশেষ পরিষেবা এনেছে তারা।
গ্রাহকদের কাছে ভোটের ফলের তাজা ছবি পৌঁছে দিতে এয়ারটেল হাত ধরছে তাদেরই ডিটিএইচ পরিষেবা এয়ারটেল ডিজিটাল টিভির। এয়ারটেলের সংযোগ থাকা মোবাইলে ‘পকেট টিভি’ পরিষেবাটি ডাউনলোড করলে আজ বিনামূল্যে সমস্ত খবরের চ্যানেল দেখা যাবে। হাতের মুঠোর মোবাইলেই ভেসে উঠবে চ্যানেলের প্রতি মুহূর্তের ভোট-ছবি।
গত কয়েক মাস ধরে ভোটই ঘরে-বাইরে আমজনতার আলোচনার টেবিলে ‘হটকেক’। তাই উত্তেজনার সেই আঁচ ব্যবসার কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি আইডিয়াও। জনসাধারণের মধ্যে নেট পরিষেবার আগ্রহ বাড়াতে তাদের বিশেষ বিজ্ঞাপনী প্রচার ‘নো উল্লু বানাওয়িং’ সাড়া জাগিয়েছে। পাশাপাশি, ভোটের বিভিন্ন খবরাখবর ও ভোটকে ঘিরে মতামত গঠনের মতো নয়া পরিষেবাও এনেছিল সংস্থাটি। গ্রাহকেরা চাইলে ভোটের ফলাফলও নিয়মিত তাঁদের ‘আপডেট’ করবে তারা।
সংস্থাটি জানিয়েছে, তাঁদের কোনও গ্রাহক যেমন ‘স্মার্ট ফোনে’র মতো আধুনিক মোবাইল থেকে সেই সুবিধা পাবেন, তেমনই সাধারণ ফোনেও মিলবে এই পরিষেবা। এ জন্য ইন্টারনেট পরিষেবারও প্রয়োজন নেই। একটি বিশেষ বার্তা নির্দিষ্ট নম্বরে এসএমএস করলেই একটি ‘লিঙ্ক’ পাবেন সংশ্লিষ্ট গ্রাহক। ভোটের ফল এখন আক্ষরিক অর্থেই হাতের তালুতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy