স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলছিলেন। তার পরে পুকুরের পাড়েই সেগুলি ধুচ্ছিলেন।
সিএমওএইচ মৃগাঙ্কমৌলি কর জানান, বর্ষায় ডেঙ্গির প্রকোপ বাড়ে। তবে বছরের অন্যান্য সময়ে যে একেবারেই হবে না, এমন নয়।