স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলছিলেন। তার পরে পুকুরের পাড়েই সেগুলি ধুচ্ছিলেন।
এ দিন প্রস্তাবের পক্ষে বলতে উঠে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি হাতিয়ার করেন বিচার ব্যবস্থার নানা ঘাটতিকে। তাঁর মতে, যেখানে এত শূন্য পদ, এত বকেয়া মামলা সেখানে সময়ে বিচার মিলবে কী ভাবে?