মিড ডে মিলের গড়মিলের অভিযোগে প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের ঘিরে বিক্ষোভ অভিভাবকদের । পান্ডুয়া।
মিডডে মিল নিয়ে গরমিলের অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষিক-শিক্ষিকাদের শুক্রবার দুপুর থেকে সন্ধে পর্যন্ত ঘণ্টা চারেক আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনা পান্ডুয়ার জায়ের দ্বারবাসিনী পঞ্চায়েতের আলাসিন প্রাথমিক বিদ্যালয়ের।
অভিভাবকদের অভিযোগ, যে সব পড়ুয়া প্রতিদিন স্কুলে আসে না, তাদের হাজিরা দেখিয়ে খাবারে গরমিল করা হয়। তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার অভিভাবক শিশির ঘোষ বলেন, ‘‘আমরা বহু বার মিডডে মিলের হিসাবের খাতায় গরমিলের অভিযোগ জানিয়েছি। শিক্ষকেরা কর্ণপাত করছেন না। তাই প্রতিবাদ জানানো হল।’’
জানা গিয়েছে, এ দিন বেলা ২টো থেকে অভিভাবকদের নিয়ে স্কুলে সভা ছিল। অভিভাবকদের দাবি, সভায় তাঁরা মিডডে মিলের হিসাব দেখতে চান। স্কুল কর্তৃপক্ষ দেখাননি। সেই কারণেই সন্ধে ৬টা পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের আটকে রাখা হয়।
এক অভিভাবক বলেন, ‘‘শেষে প্রধান শিক্ষক বলেন, ফের একটি সভা ডেকে মিডডে মিলের যাবতীয় হিসাব দেওয়া হবে। সেই আশ্বাসে আমরা ফিরে যাই।’’
প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত মিস্ত্রি বলেন, ‘‘আমি ২০১৩ সালে প্রধান শিক্ষক হয়ে এসেছি। কখনও কোনও গোলমাল হয়নি। মিডডে মিল দেখভালে অন্য শিক্ষক থাকায় কোনও সমস্যা হয়েছে কি না, দেখব। অভিভাবকদের বলেছি, তাঁদেরনিয়ে পরবর্তী বৈঠকেই সব হিসাব স্পষ্ট হয়ে যাবে।’’