মৃতার নাম পিঙ্কি বসু (৪২)। —প্রতীকী চিত্র।
আগুনে পুড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে হাওড়ার নাজিরগঞ্জের পোদরার সরকারপাড়ায়। মৃতার নাম পিঙ্কি বসু (৪২)। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ পিঙ্কির স্বামী কৃশানু বসুকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, শ্বশুরবাড়িতে থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই পিঙ্কি ও কৃশানুর মধ্যে অশান্তি চলছিল। এই কারণে গত কয়েক বছর ধরে অন্যত্র থাকছিলেন ওই দম্পতি। গত বৃহস্পতিবার ছিল পিঙ্কির জন্মদিন। পুলিশ জানায়, আগের দিন কৃশানু তাঁর মাকে নিজের বাড়িতে ডেকে আনেন। সারা দিন থেকে তাঁর মা সন্ধ্যায় বাড়ি ফিরে যান। অভিযোগ, এর পরেই স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। বৃহস্পতিবার সকালে কৃশানু কাজে বেরিয়ে যাওয়ার পরেই পিঙ্কিকে অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়। তাঁকে সঙ্কটজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয়। বেশি রাতে পিঙ্কি মারা যান। পুলিশের ধারণা, তিনি ছাদে উঠে গায়ে কেরোসিন ঢেলে আত্মঘাতী হয়েছেন।
পুলিশ জানায়, পিঙ্কি মৃত্যুকালীন জবানবন্দিতে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ এনেছেন। পুলিশ প্রথমে বধূ নির্যাতনের মামলা দায়ের করে। পিঙ্কির মৃত্যুর পরে পুলিশ আগের মামলাটির সঙ্গে আত্মহত্যায় প্ররোচনার ধারা যোগ করে।