এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
প্রসবের পরে এক মহিলার আশঙ্কাজনক পরিস্থিতির জেরে চুঁচুড়ার একটি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তাঁর বাড়ির লোকেরা। এ নিয়ে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। ইমামবাড়া সদর হাসপাতালের কাছে ওই নার্সিংহোম সূত্রের খবর, আপাতত সেখানে রোগী ভর্তি না নেওয়ার নির্দেশ দিয়েছে হুগলি জেলা স্বাস্থ্য দফতর। অপর্ণা পাত্র নামে বছর পঁচিশের ওই প্রসূতি এখন চুঁচুড়ারই কপিডাঙার একটি বেসরকারি হাসপাতালে ‘ভেন্টিলেশনে’ রয়েছেন। তিনি পোলবা-দাদপুর ব্লকের সুগন্ধ্যা পঞ্চায়েতের তৃণমূল সদস্য।
আত্মীয়েরা জানান, অপর্ণাকে ৬ জানুয়ারি ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। ওই দিনই অস্ত্রোপচার করে তাঁর একটি মেয়ে হয়। অভিযোগ, অস্ত্রোপচারের পরে অপর্ণার আর জ্ঞান ফেরেনি। ওই রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিপুল খরচ সামলাতে না পারায় শুক্রবার চুঁচুড়ার কপিডাঙায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অপর্ণার সন্তান অবশ্য সুস্থ রয়েছে।
শনিবার সকালে অভিযুক্ত নার্সিংহোমে পরিদর্শন করেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। কয়েক ঘণ্টা তিনি সেখানে ছিলেন। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘অভিযোগ হয়েছে, তাই এসেছি। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’’ নার্সিংহোমের হিসাবরক্ষক সন্দীপ দাস বলেন, ‘‘কার কী ভুল, বলতে পারব না। সিএমওএইচ এসেছিলেন, যা যা জিজ্ঞাসা করেছেন, বলেছি। আপাতত রোগী ভর্তি নিতে বারণ করেছেন।’’ এ দিন ওই নার্সিংহোমে ১২ জন রোগী ভর্তি ছিলেন। আজ, রবিবার তাঁদের সকলকে ছুটি দিয়ে দেওয়া হবে বলে সন্দীপ জানান। সিএমওএইচ অবশ্য এ ব্যাপারে সরাসরি কিছু বলেননি।
শুক্রবার সন্ধ্যায় কপিডাঙার বেসরকারি হাসপাতালে অপর্ণাকে দেখতে গিয়েছিলেন স্থানীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদার। চিকিৎসায় গাফিলতির বিষয় খতিয়ে দেখা হবে বলে তাঁরা জানিয়েছিলেন। শনিবার দুপুরে অপর্ণাকে দেখতে যান সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি বলেন, ‘‘চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, গাফিলতি নিশ্চয়ই হয়েছে। স্বাস্থ্য দফতর সবটা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে।’’