Shooting Incident in Hooghly

পুকুরপাড়ে গুগলি জড়ো করছিলেন যুবক, নোংরা করার অভিযোগে গুলি ছুড়লেন প্রৌঢ়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলছিলেন। তার পরে পুকুরের পাড়েই সেগুলি ধুচ্ছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ১৭:২৭
(বাঁ দিকে) অভিযুক্ত সুনীল দেবনাথ। ঘর থেকে বেরিয়ে এসে গুলি চালাচ্ছেন অভিযুক্ত (ডান দিকে)।

(বাঁ দিকে) অভিযুক্ত সুনীল দেবনাথ। ঘর থেকে বেরিয়ে এসে গুলি চালাচ্ছেন অভিযুক্ত (ডান দিকে)। — নিজস্ব চিত্র।

হাঁসের জন্য পুকুর থেকে গুগলি তুলে পাড়ে জড়ো করছিলেন যুবক। তাতে পুকুরের পাড় নোংরা হচ্ছে অভিযোগ করে বচসা শুরু করেন স্থানীয় প্রৌঢ়। অভিযোগ, সেই বচসার জেরেই সুরজিৎ বসু নামে যুবক এবং তাঁর মা সুভদ্রা বসুকে লক্ষ্য করে গুলি ছোড়েন ওই প্রৌঢ়। দু’জনেই আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। চুঁচুড়ার ইমামবাড়ার ঘটনা। ঘটনার তদন্তে নেমেছে চন্দননগর পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে সাহাগঞ্জ ঝাঁপ পুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলছিলেন। তার পরে পুকুরের পাড়েই সেগুলি ধুচ্ছিলেন। তাতে পুকুরের পাড় নোংরা হচ্ছে জানিয়ে প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি, সুরজিৎ ওই জায়গা ধুয়ে দেবেন বললেও মানেননি সুনীল। এর পরেই সুরজিৎকে ধাক্কা মেরে তিনি পুকুরে ফেলে দেন বলে অভিযোগ।

আরও অভিযোগ, এখানেই থামেননি অভিযুক্ত। সুরজিৎ পুকুর থেকে উঠতেই কাটারি নিয়ে তাড়া করেন তিনি। সুরজিতের মা সুভদ্রা ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। সুরজিতের অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তাঁর দোনলা বন্দুক বার করে নিয়ে এসে গুলি চালিয়ে দেন। তাতেই আহত হন মা ও ছেলে। স্থানীয়েরা দু’জনকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুঁচুড়া থানার পুলিশ। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। অভিযুক্ত সুনীলকে আটক করেছে পুলিশ। তাঁর বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন