Theft

ক্যানসার আক্রান্ত মা ভর্তি হাসপাতালে, সেখান থেকে ফিরে হাওড়ার যুবক হতভম্ব, চুরি গিয়েছে সর্বস্ব!

বাড়ির সামনে ট্র্যাফিক পুলিশের কিয়স্ক। বাড়ির এক কিলোমিটারের মধ্যে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবন নবান্ন। আন্দুল রোডের মতো ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রাস্তাটিও বাড়ির পাশ দিয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৭
theft

ঘর লন্ডভন্ড। খাটের উপর পড়ে রয়েছে জরুরি কাগজপত্র। বি গার্ডেন এলাকায় গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় শোরগোল। —নিজস্ব চিত্র।

মা দুরারোগ্য অসুখে ভুগছেন। চিকিৎসা চলছে হাসপাতালে। প্রৌঢ়াকে নিয়ে বাড়ির সকলে ব্যস্ত। বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি করছেন হাওড়ার বি গার্ডেন এলাকার বাসিন্দা সুরজিৎ দাস। সেই সুযোগেই সুরজিৎদের বাড়ির সর্বস্ব নিয়ে গেল চোর। বাড়িতে ঢুকে চোখ কপালে উঠল যুবকের। আতঙ্ক ছড়াল এলাকায়। চুরির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

বি গার্ডেন থানার ৩ নম্বর লক্ষ্মীনারায়ণতলা রোডে সুরজিতের বাড়ি। স্থানীয় সূত্রের খবর, রবিবার বিকেলে তাঁদের বাড়ির মূল দরজা এবং একটি জানলা ভেঙে চোর ঢোকে ভিতরে। তার পর গোটা ঘর লন্ডভন্ড করেছে চোরেরা। অভিযোগ, একটি ঘরের আলমারির তালা ভেঙে ১০ ভরি সোনার গয়না এবং নগদ কয়েক হাজার টাকা চুরি হয়েছে। সুরজিত বলেন, ‘‘মা ক্যানসারে আক্রান্ত। রাজারহাটের একটি হাসপাতালে মায়ের চিকিৎসা চলছে। বাড়ির লোকজন সেখানেই ছিলেন। সকলের অনুপস্থিতির সুযোগ নিয়ে রবিবার বিকেলে বাড়িতে ঢুকে পড়ে চোর। দরজা-জানলা ভেঙে বাড়িতে ঢোকে ওরা।’’ তিনি জানান, এজেসি বোস বটানিক্যাল গার্ডেন থানার পুলিশকে খবর দেন। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

সুরজিৎদের বাড়ির সামনেই রয়েছে ট্র্যাফিক পুলিশের কিয়স্ক। বাড়ির এক কিলোমিটারের মধ্যে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবন নবান্ন। তা ছাড়া আন্দুল রোডের মতো ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রাস্তাটিও বাড়ির পাশ দিয়ে গিয়েছে। সেই বাড়িতে দিনেদুপুরে এমন চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রের খবর, চোরদের চিহ্নিত করার কাজ চলছে। সিসিটিভি ফুটেজ পেলে দুষ্কৃতীদের চিহ্নিত করতে সুবিধা হবে।

Advertisement
আরও পড়ুন