কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েও পুরোপুরি খুশি হতে পারেননি মোহনবাগানের কোচ হোসে মোলিনা। উল্টো কথা ইস্টবেঙ্গল কোচের মুখে। তিনি হেরেও দলের ছেলেদের লড়াইয়ে খুশি।
কলকাতা ডার্বির এক দিন আগে ইস্টবেঙ্গল শিবিরে খারাপ খবর। খেলতে পারবেন না আনোয়ার আলি। খেলার সম্ভাবনা কম সাউল ক্রেসপোরও। তবে রিজ়ার্ভ বেঞ্চে থাকবেন নতুন বিদেশি রিচার্ড সেলিস।