Mohun Bagan vs East Bengal

কলকাতা ডার্বি থেকে ছিটকে গেলেন আনোয়ার, অনিশ্চিত সাউলও

কলকাতা ডার্বির এক দিন আগে ইস্টবেঙ্গল শিবিরে খারাপ খবর। খেলতে পারবেন না আনোয়ার আলি। খেলার সম্ভাবনা কম সাউল ক্রেসপোরও। তবে রিজ়ার্ভ বেঞ্চে থাকবেন নতুন বিদেশি রিচার্ড সেলিস।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:১০
football

আনোয়ার আলি। ছবি: সমাজমাধ্যম।

কলকাতা ডার্বির এক দিন আগে ইস্টবেঙ্গল শিবিরে খারাপ খবর। খেলতে পারবেন না আনোয়ার আলি। শুক্রবার রাতে গুয়াহাটিতে ইস্টবেঙ্গলের যে বিমান উড়ে যাবে সেখানে থাকবেন না আনোয়ার। ডার্বিতে খেলার সম্ভাবনা কম সাউল ক্রেসপোরও। তবে রিজ়ার্ভ বেঞ্চে থাকবেন নতুন বিদেশি রিচার্ড সেলিস।

Advertisement

মুম্বই সিটি এফসি ম্যাচে চোট পেয়েছিলেন আনোয়ার। মাঠ ছাড়তে হয়েছিল হুইলচেয়ারে। তার পর থেকে তিনি অনুশীলন করতে পারেননি। আগের দু’দিন অনুশীলনে এলেও পায়ে বল লাগাননি। সাইডলাইনে বসে ছিলেন। শুক্রবার অনুশীলনেই আসেননি তিনি। সূত্রের খবর, আনোয়ারের পা এখনও ফুলে রয়েছে। ভাল করে জুতো পরতেও পারছেন না। আগামী দিনের গুরুত্বপূর্ণ ম্যাচগুলির কথা ভেবে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ কোচ অস্কার ব্রুজ়ো।

একই জিনিস প্রযোজ্য ক্রেসপোর ক্ষেত্রেও। চোট সারিয়ে অনুশীলনে ফিরলেও শারীরিক ভাবে আগের জায়গায় ফিরতে সময় লাগবে তাঁর। ম্যাচে খেলার জন্য যে শারীরিক ক্ষমতা দরকার তা এখনও আসেনি। হালকা অনুশীলন করছেন।

ইস্টবেঙ্গলের নতুন বিদেশি সেলিসকে যুদ্ধকালীন তৎপরতায় দেশে আনা হচ্ছে। মাদ্রিদ থেকে দিল্লি হয়ে শনিবার সকালেই গুয়াহাটিতে পৌঁছে যাবেন তিনি। স্কোয়াডে নাম থাকতে পারে তাঁর। তবে অস্কার খেলাবেন কি না তা নিশ্চিত নয়। কারণ, এখনও এক বারও চোখের সামনে দেখেননি সেলিসকে। ফিটনেস কোন জায়গায় রয়েছে তা-ও অজানা। এমন ফুটবলারকে ডার্বিতে নামালে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা তাঁর। শেষের দিকে কয়েক মিনিট খেলানো হতে পারে। সেটাও দরকার পড়লে তবেই।

মোহনবাগান দুপুরের বিমানেই গুয়াহাটি রওনা দিয়েছে। তার আগে সকালে অনুশীলন করেছে তারা। সেট-পিসের উপর জোর দিয়েছেন কোচ হোসে মোলিনা। সিচুয়েশন প্র্যাকটিসও করিয়েছেন। প্রথম ১৫ মিনিটে বিশেষ কিছু করতে দেখা যায়নি।

Advertisement
আরও পড়ুন