FA Cup

বাবার বয়স ৩৯, ছেলের ১৮, ফুটবল মাঠে পরস্পরের মুখোমুখির অপেক্ষায় পিতা-পুত্র

ইয়ং ক্লাব ফুটবলে এখনও খেলছেন এভার্টনের হয়ে। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার এ বার খেলতে পারেন তাঁর ছেলে টাইলের ইয়ংয়ের বিরুদ্ধে। এফএ কাপে এমনটাই হওয়ার সম্ভাবনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৭
Young

অ্যাশলে ইয়ং এবং তাঁর ছেলে টাইলের ইয়ং। —ফাইল চিত্র।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন অ্যাশলে ইয়ং। কিন্তু ক্লাব ফুটবলে এখনও খেলছেন তিনি এভার্টনের হয়ে। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার এ বার খেলতে পারেন তাঁর ছেলে টাইলের ইয়ংয়ের বিরুদ্ধে। এফএ কাপে এমনটাই হওয়ার সম্ভাবনা।

Advertisement

২০১৬ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে এফএ কাপ জিতেছিলেন ইয়ং। ফুটবলার হিসাবে আরও অনেক ট্রফি আছে তাঁর। কিন্তু ছেলের বিরুদ্ধে মাঠে খেলতে নামাটা এই সব ট্রফির চেয়ে বড় বলেই মত ইয়ংয়ের। তিনি বলেন, “আমি বার বার বলে এসেছি যে, ছেলের সঙ্গে বা বিপক্ষে খেলতে পারাটাই হবে আমার জীবনের সেরা সাফল্য। যদি এমনটা হয় তা হলে দারুণ ব্যাপারে হবে। আমি চাই এমনটা হোক।”

ইয়ংয়ের বয়স ৩৯ বছর। তাঁর ছেলে টাইলেরের বয়স ১৮ বছর। তিনি খেলেন মিডফিল্ডে। তৃতীয় ডিভিশনের দল পিটারবরোতে গত বছর যোগ দিয়েছেন টাইলের। এফএ কাপে এভার্টনের বিরুদ্ধে খেলতে পারে টাইলেরের দল। তখন বাবা বনাম ছেলে ম্যাচ হতে পারে ইংল্যান্ডে।

Advertisement
আরও পড়ুন