Liverpool FC

‘ও লিভারপুল কিনতে চায়’, টুইটার কিনে নেওয়া ইলন মাস্কের ইচ্ছার কথা জানালেন বাবা

২০২২ সালে টুইটার কিনে নিয়েছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী ইলন। এ বার তাঁর শখ হয়েছে লিভারপুল কেনার। জানালেন ইলনের বাবা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১৯:৫৩
liverpool

লিভারপুল দল। —ফাইল চিত্র।

লিভারপুল কেনার শখ হয়েছে ইলন মাস্কের! এমনটাই জানাচ্ছেন তাঁর বাবা ইরল মাস্ক। শখ হলেও এখনই যে কিনে ফেলবেন তেমনটা নয়। ২০২২ সালে টুইটার কিনে নিয়েছিলেন বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ী ইলন। তবে ইংল্যান্ডের ফুটবল ক্লাবটি এখনই কেনার ভাবনা নেই তাঁর।

Advertisement

ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ নামে একটি সংস্থা। তারা এক সময় ক্লাবের জন্য বিনিয়োগকারী খুঁজছিল। যদিও সরকারি ভাবে কোনও আবেদন করেনি তারা। তবে গত বছর লিভারপুল ক্লাবের খুব অল্প অংশ আমেরিকার একটি সংস্থা ডাইনেস্টি ইকুইটিকে বিক্রি করেছিল তারা।

এমন অবস্থায় ইলনের বাবা বলেন, “ইলন অবশ্যই চাইবে লিভারপুল কিনতে। যে কেউ চাইবে। আমিও চাইব। তবে ইলন এখনই লিভারপুল কেনার কথা ভাবছে না। এই বিষয়ে বেশি কিছু বলব না। তা হলে ওরা দাম বাড়িয়ে দেবে।” যদিও লিভারপুলের এক কর্তা বলেন, “ইলন মাস্কের লিভারপুল কেনার খবরটি গুজব। এর কোনও সত্যতা নেই।” লিভারপুলের প্রেসিডেন্ট মাইক গর্ডন বলেন, “লিভারপুলের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘ দিনের। সেটা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। তবে বিনিয়োগকারী পেলে আমরা আর্থিক ভাবে আরও শক্তিশালী হব। ভবিষ্যতের জন্য যা আমাদের সাহায্য করবে।”

Advertisement
আরও পড়ুন