ISL Derby 2024-25

৩ কারণ: আইএসএল ডার্বিতে কেন জিতল মোহনবাগান

আইএসএল ডার্বিতে আবার ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। শনিবার গুয়াহাটিতে মোহনবাগানের জয়ের নেপথ্যে তিন কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২১:৫৮
football

বল দখলের লড়াই। শনিবার গুয়াহাটির মাঠে। ছবি: সমাজমাধ্যম।

আবার ডার্বির রং সবুজ-মেরুন। আইএসএল ডার্বিতে আবার ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান। শনিবার গুয়াহাটিতে ১-০ গোলে জিতল মোহনবাগান। তাদের জয়ের নেপথ্যে তিন কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন।

Advertisement

মোহনবাগানের জয়ের তিন কারণ:

১) শুরুতেই গোল করে এগিয়ে যাওয়া— ম্যাচের দু’মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। আশিস রাইয়ের পাস ধরে গোল করেন তিনি। এই গোলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল রক্ষণের ব্যর্থতাও দায়ী। শুরুতে গোল পেয়ে যাওয়ায় একটা সময় পরে খেলা মন্থর করে দেওয়ার বিলাসিতা দেখাতে পারে মোহনবাগান। সেটা করে অবশ্য তারাই চাপে পড়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জেতে তারা। শুরুতে গোল পেয়ে যাওয়ায় সুবিধা হয় সবুজ-মেরুনের।

২) মাঝমাঠের দখল— মাঝমাঠের দখল অনেক বেশি ছিল মোহনবাগানের। বিশেষ করে প্রথম ৭০ মিনিট তাদের পায়েই বেশি বল ছিল। ইস্টবেঙ্গল রক্ষণে পাঁচ জনকে খেলানোয় মাঝমাঠে ফুটবলার কমে যায় তাদের। তারই সুবিধা নেয় সবুজ-মেরুন। মাঝমাঠের দখল বেশি থাকায় খেলায় নিয়ন্ত্রণও তাদের বেশি ছিল।

৩) জমাট রক্ষণ— ইস্টবেঙ্গলকে গোল খেতে হয়েছিল রক্ষণের ভুলে। কিন্তু বাগানের রক্ষণ সেই ভুল করেনি। প্রথমার্ধের শেষ দিকে বা দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের পরে যখন ইস্টবেঙ্গল চাপ বাড়াচ্ছে তখনও জমাট থাকে বাগানের রক্ষণ। শুভাশিস বসু, টম অলড্রেড, আলবের্তো রদ্রিগেসদের টপকে গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। আরও একটি ম্যাচ গোল খেল না বাগান রক্ষণ। ১৫টি ম্যাচের মধ্যে আটটি ম্যাচে এই কীর্তি করল তারা।

Advertisement
আরও পড়ুন