ISL Derby 2024-25

৩ ফুটবলার: ডার্বিতে সবচেয়ে ভাল খেললেন যাঁরা, জায়গা পেলেন ইস্টবেঙ্গলেরও এক জন

শনিবার আইএসএল ডার্বিতে নজর কাড়লেন মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কয়েক জন ফুটবলার। তাঁদের মধ্যে সেরা তিন কারা? বেছে নিল আনন্দবাজার অনলাইন।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২৩:১৩
football

ম্যাচ জিতে উল্লাস মোহনবাগান সমর্থকদের। ছবি: সমাজমাধ্যম।

আইএসএলের ফিরতি ডার্বিতে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছে মোহনবাগান। ম্যাচ হারলেও ইস্টবেঙ্গল লড়াই করেছে। নজর কেড়েছেন দু’দলের কয়েক জন ফুটবলার। তাঁদের মধ্যে সেরা তিন কারা। বেছে নিল আনন্দবাজার অনলাইন। তিন জনের মধ্যে রয়েছেন ইস্টবেঙ্গলেরও এক ফুটবলার।

Advertisement

ডার্বির সেরা তিন ফুটবলার:

১) প্রভসুখন গিল— ইস্টবেঙ্গল হারলেও দুর্দান্ত খেললেন দলের গোলরক্ষক। গোল খাওয়ার ক্ষেত্রে কিছু করার ছিল না তাঁর। কিন্তু তার পরেও মোহনবাগান বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। এক বার মনবীর সিংহ ও আরেক বার আশিস রাইয়ের অবধারিত গোল বাঁচান প্রভসুখন। আরও কয়েকটি ক্ষেত্রে গোল করার সুযোগ থাকলেও প্রভসুখন থাকায় তা পারেনি বাগান। তিনি না থাকলে ১-০ নয়, আরও খারাপ ভাবে হারতে হত লাল-হলুদকে। তাই দল হারলেও ম্যাচের সেরা ফুটবলারদের তালিকায় রয়েছেন প্রভসুখন।

২) জেমি ম্যাকলারেন— ম্যাচের একমাত্র গোল তাঁর করা। দু’মিনিটের মাথায় ইস্টবেঙ্গল বক্স লক্ষ্য করে পাস বাড়ান আশিস রাই। তাতে পা লাগাতে পারেননি হিজাজি মাহের। এক দম ঠিক জায়গায় ছিলেন ম্যাকলারেন। বল ধরে হেক্টর ইয়ুস্তেকে ঘাড়ের কাছে নিয়ে গোল করেন এই অস্ট্রেলীয় স্ট্রাইকার। সেই গোলেই ম্যাচ জেতে মোহনবাগান। যত ক্ষণ মাঠে ছিলেন, ভাল খেলেছেন। বক্সের মধ্যে ডিফেন্ডারদের সমস্যায় ফেলেছেন। গোলসংখ্যা আরও বাড়াতে পারতেন। কিন্তু পারেননি। তবে তিনিই ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন।

৩) সাহাল আব্দুল সামাদ— ম্যাচে গোল করতে পারেননি। কিন্তু যত ক্ষণ খেলেছেন, দায়িত্ব নিয়ে খেলেছেন। সবচেয়ে বেশি দৌড়েছেন। মাঝমাঠের দখল রাখতে বাগানকে সাহায্য করেছেন। আক্রমণেও উঠেছেন। ফিরতি বলে দু’টি শট মেরেছিলেন। বলের লক্ষ্য ঠিক থাকলে গোলও করতে পারতেন। না পারলেও যে দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল তা ভাল ভাবে সামলেছেন সাহাল। সেই কারণে ম্যাচের সেরা তিন ফুটবলারের মধ্যে এক জন তিনি।

Advertisement
আরও পড়ুন