Cristiano Ronaldo

সৌদি প্রো লিগে গোল রোনাল্ডোর, দলকে জিতিয়ে রইলেন সর্বোচ্চ গোলদাতার দৌড়ে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরের হয়ে বৃহস্পতিবার রাতে গোল করলেন। তাঁর করা গোলে আল ওখদুদকে হারিয়ে দেয় আল নাসের। ৩-১ গোলে জিতল রোনাল্ডোর দল।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১১:২৪
Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

বয়স বাড়লেও গোল করা কমছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আল নাসেরের হয়ে বৃহস্পতিবার রাতে গোল করলেন। তাঁর করা গোলে আল ওখদুদকে হারিয়ে দেয় আল নাসের। ৩-১ গোলে জিতল রোনাল্ডোর দল।

Advertisement

এ বারের সৌদি লিগে ১১টি গোল করেছেন রোনাল্ডো। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। শীর্ষে থাকা আল হিলালের আলেকসান্দার মিত্রোভিচের থেকে একটি গোল কম করেছেন রোনাল্ডো। ১২টি গোল করে মিত্রভিচ এখন শীর্ষে রয়েছেন।

আল ওখদুদের বিরুদ্ধে ৬ মিনিটের মাথায় পিছিয়ে পড়েছিল আল নাসের। সেভিয়র গডউইনের গোলে এগিয়ে গিয়েছিল ওখদুদ। ২৯ মিনিটের মাথায় সেই গোল শোধ করেন সাদিয়ো মানে। ৪২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। তাঁর সেই গোলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই এগিয়ে যায় আল নাসের। দ্বিতীয়ার্ধে যা আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় দলের। ৮৮ মিনিটে মানে দ্বিতীয় গোল করেন। তিন গোল করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আল নাসের।

১৪ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়েছে আল নাসের। তিন নম্বরে রয়েছে তারা। লিগে শেষ তিনটি ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে বৃহস্পতিবার পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল আল নাসের। লিগে শীর্ষে থাকা আল এত্তিহাদের থেকে যদিও ৮ পয়েন্ট পিছিয়ে রোনাল্ডোর দল। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট পেয়েছে তারা। এখনও পর্যন্ত একটি ম্যাচে হেরেছে আল এত্তিহাদ। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়েছে।

Advertisement
আরও পড়ুন