Super cup

ফুটবলারদের স্ত্রীদের উপর আক্রমণের অভিযোগ, মাঠেই হেনস্থা

রিয়াল মাদ্রিদ এবং মায়োরকা ম্যাচে শ্লীলতাহানির অভিযোগ উঠল। মায়োরকার দুই ফুটবলারের স্ত্রীদের হেনস্থা করেছেন সমর্থকেরা। এমন অভিযোগই করেছেন দুই ফুটবলার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৯
Representative image of Molestation

—প্রতীকী চিত্র।

স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলা হচ্ছে সৌদি আরবে। সেখানে রিয়াল মাদ্রিদ এবং মায়োরকা ম্যাচে শ্লীলতাহানির অভিযোগ উঠল। মায়োরকার দুই ফুটবলারের স্ত্রীদের হেনস্থা করেছেন সমর্থকেরা। এমন অভিযোগই করেছেন দুই ফুটবলার।

Advertisement

মায়োরকার ফুটবলার দানি রদ্রিগেজ এবং গোলরক্ষক দমিনিক গ্রিফের স্ত্রীকে হেনস্থা করা হয়। আরবের স্থানীয় কিছু ফুটবলার সমর্থক এই কাজ করেছেন বলে জানা গিয়েছে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলা ছিল মায়োরকার। খেলা দেখতে এসেছিলেন ফুটবলারদের স্ত্রী এবং বান্ধবীরা। খেলা শেষে তাঁরা মাঠ ছেড়ে বার হওয়ার সময় সমর্থকেরা হেনস্থা করেন বলে অভিযোগ।

এক জনের স্ত্রী বলেন, “বার হওয়ার জায়গাটা অদ্ভুত রকমের ছিল। সেখানে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। আমরা সন্তানদের নিয়ে বার হচ্ছিলাম। হঠাৎ স্থানীয় কিছু লোক আমাদের ছবি তুলতে শুরু করে। তাঁরা আমাদের কাছে চলে আসেন। আমাদের হেনস্থা করেন। শুধু আমার সঙ্গে নয়, আরও এক জনের সঙ্গে এটা হয়েছে। আমার মেয়ে সঙ্গে ছিল। ও ঘুমিয়ে পড়েছিল। অস্বস্তির মধ্যে পড়তে হয় আমাদের। কেউ ছিল না আমাদের বাঁচানোর জন্য।” অন্য ফুটবলারের স্ত্রী বলেন, “ওরা আমাদের ভিডিয়ো করে। আমাদের ঠেলে দেয়। অশ্লীল ভাবে আমাদের শরীরে হাত দেয়। আমাদের মুখের সামনে ফোন নিয়ে এসে ছবি তোলে।”

শুধু ওই দুই ফুটবলারের স্ত্রী নন, অভিযোগ প্রায় ২৫০ জনকে হেনস্থা করা হয়েছে। এক সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে। জেড্ডার মাঠে খেলা ছিল। সেই মাঠেই রবিবার রাতে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা।

Advertisement
আরও পড়ুন