Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Bhaiphota Rituals

কেন ভাইফোঁটার দিন ভাইকে চন্দন অথবা দইয়ের ফোঁটাই দেওয়া হয়? নেপথ্যে কোন কাহিনি

বোন ভাইয়ের কপালে চন্দনের অথবা দইয়ের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে। তবে কখনও ভেবে দেখেছেন, কেন চন্দন অথবা দই লাগানো হয় ভাইয়ের কপালে?

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৪:৩০
Share: Save:

ভাই ও বোনের অটুট বন্ধনের এক অনন্য উৎসব এই ভাইফোঁটা। নানা রকম পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তা সম্পন্ন হয়। বোন ভাইয়ের কপালে চন্দনের অথবা দইয়ের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে। তবে কখনও ভেবে দেখেছেন, কেন চন্দন অথবা দই লাগানো হয় ভাইয়ের কপালে?

বহু বছর আগে মুনি ঋষিরা চন্দনের গুণের কথা জানতে পারেন। কপালে চন্দনের তিলক দিলে মস্তিষ্ক নাকি ঠান্ডা থাকে এবং ধৈর্য শক্তি বৃদ্ধি পায়। মনও শান্ত থাকে, এর ফলে একাগ্রতা বাড়ে। এই গুণের কথা অবগত হওয়ার পর থেকেই তাঁরা কপালে চন্দন দেওয়ার রীতি চালু করেন। এই কারণেই যে কোনও মন্দির ও হিন্দু অনুষ্ঠানে চন্দনের ফোঁটা পরিয়ে দেওয়া হয়।

চন্দনের মতোই একই গুণ রয়েছে দইয়ে। তাই ভাইয়ের কপালে দইয়ের ফোঁটা দেওয়ার কারণও সেটিই।

বোনেরা তার ভাইয়ের জন্য প্রদীপ জ্বেলে আরতিও করে। মনে করা হয়, এর ফলে ভাই-বোনের মধ্যে বিশেষ বন্ধন শক্তিশালী হয় এবং এটি আধ্যাত্মিক সুরক্ষা হিসাবে কাজ করে।

আরতির পরে, বোনেরা তাদের ভাইদের ভালবাসার প্রতীক হিসাবে মিষ্টি খাওয়ায়। এটি বোঝায়, তাদের সম্পর্ক কতটা মধুর এবং ভাই বোনকে যে উপহার দেয় তা দেখায়, ভাই তার বোনকে কতটা ভালবাসে এবং যত্ন করে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

অন্য বিষয়গুলি:

Bhaiphota 2024 Ananda Utsav 2024 Bhai dooj 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE