রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)-এ কর্মখালি। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের সংস্থার বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ মিলবে। পোস্টিং হবে কলকাতা-সহ দেশের অন্যান্য শহরে। এর জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে। যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৭। সংশ্লিষ্ট পদমর্যাদায় নিযুক্তদের সংস্থার সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কেমিক্যাল, মেটালার্জি-সহ অন্যান্য বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, নয়া দিল্লি, গুরুগ্রাম, চেন্নাই, মুম্বই-সহ অন্যান্য শহরে।
সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ৪০, ৩৬ এবং ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
আরও পড়ুন:
সিনিয়র ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিযুক্তদের বেতনকাঠামো হবে মাসে যথাক্রমে ৯০,০০০-২,৪০,০০০ টাকা, ৮০,০০০-২,২০,০০০ টাকা এবং ৭০,০০০-২,০০,০০০ টাকা।
বিভিন্ন পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ারিংইয়ের নানা বিষয়ে স্নাতক যোগ্যতা-সহ বেশ কিছু বছরের পেশাগত অভিজ্ঞতা জরুরি, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানান হয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ১৪ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর সমস্ত পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।