কাউকে কটূক্তি করার ফল যে এমন ‘নাকে মুখে’ পেতে হবে তা মনে হয় জীবনেও ভাবেননি এই যুবক। এক মহিলাকে বর্ণবৈষম্য মূলক মন্তব্য করে এক ঘুঁসিতে ধরাশায়ী হতে হল অভিযুক্তকে, একবার নয়, দু’বার তাঁকে মাটিতে ফেলে ফেলে দেন এক ব্যক্তি।
সংবাদমাধ্যম ‘আরটি ডট কম’-এর টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ডিপার্টমেন্টাল স্টোরে কয়েকজন নিজেদের মতো করে ব্যস্ত। সেখানেই এক যুবক সম্ভবত এক মহিলার উদ্দেশে কিছু বলেন। মহিলা বিশেষ কোনও প্রতিক্রিয়া না দেখালেও ওই যুবকের পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি কটূক্তিতে ভীষণ ভাবে ক্ষুব্ধ হন। অভিযুক্ত যুবকের মুখে সজোরে এক ঘুসি মারেন। ঘুসিটিতে এতটাই জোরে ছিল যে সঙ্গে সঙ্গে উল্টে পড়ে যান অভিযুক্ত, যাকে বক্সিংয়ের ভাষায় বলে নক আউট।
বেশ কিছুক্ষণ পর আবার উঠে দাঁড়ান অভিযুক্ত। সম্ভবত তিনি ফের কোনও মন্তব্য করেন। আবার ঘটনার পুনরাবৃত্তি। ফের ঘুঁসি পড়ে অভিযুক্তের মুখে, এ বার আর ঘুসি মেরে ছেড়ে দেননি ওই ব্যক্তি, পর পর বেশ কয়েকটি ঘুসি চালিয়ে দেন। আবার মেঝেতে পড়ে যান।
আরও পড়ুন: শুধু মানুষই নয় এই প্রাণীটিও আলিঙ্গন করতে পারে, ভাইরাল ভিডিয়ো
এরপর কোনও রকমে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে গেলে ফের মার পড়ে পিঠে। দরজার সামনে উল্টে পড়ে যান অভিযুক্ত।
আরও পড়ুন: সাইকেলে উঠে পড়ল এক কোয়ালা, দেখুন মহিলা কী করলেন তার সঙ্গে
ভিডিয়োর পোস্টে ইঙ্গিত করা হয়েছে, বর্ণবৈষম্য মূলক মন্তব্যের জেরেই অভিযুক্ত যুবককে মারেন ওই ব্যক্তি।
দেখুন সেই ভিডিয়ো:
Man knocked out twice after reportedly calling a woman with a child the ‘N-word’ and demanding that she walk away from the checkout pic.twitter.com/wf5l1v399G
— RT (@RT_com) December 30, 2019