Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Drone

হিমশৈলের মধ্যে ‘সুইমিং পুল’, অবাক করল প্রকৃতি

ভাসমান হিমশৈলের মাঝখানেই তৈরি হয়েছে একটি জলাশয়। দেখলে মনে হবে বরফ কেটে কেউ যেন সুন্দর একটি একটি সুইমিং পুল তৈরি করেছে।

হিমশৈলের মাঝখানে জলাশয়। ছবি : ইউটিউব থেকে নেওয়া।

হিমশৈলের মাঝখানে জলাশয়। ছবি : ইউটিউব থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ১৬:৪২
Share: Save:

প্রকৃতি প্রায়ই অবাক করে আমাদের। কারণ প্রকৃতি যা করতে পারে মানুষ তা ভাবতেও পারে না। এমনই একটি অবাক করা ভিডিয়ো সামনে এল সম্প্রতি। যেখানে দেখা যাচ্ছে হিমশৈলের মাঝখানে জলাশয়।

শীতপ্রধান অঞ্চলে সমুদ্রেই দেখা যায় হিমশৈল। কিন্তু এবার দেখা গেল ভাসমান হিমশৈলের মাঝখানেই তৈরি হয়েছে একটি জলাশয়। দেখলে মনে হবে বরফ কেটে কেউ যেন সুন্দর একটি একটি সুইমিং পুল তৈরি করেছে।

ফটোগ্রাফার রজার প্রাইস কানাডার বেকন কভ উপকূলে একটি বড় হিমশৈল দেখতে পান। ঠিক করেন ড্রোন উড়িয়ে সেটির ছবি তুলবেন। যেমন ভাবা তেমন কাজ। কিন্তু সেই ছবি সামনে আসতেই অবাক হয়ে যান তিনিও।

হিমশৈলের মাঝখানে একটি ব্যক্তিগত সুইমিং পুলের মতো জলাশয় তৈরি হয়েছে। আসলে, হিমশৈলের মাঝখানটি কোনও ভাবে গলে গিয়েছে। আর সেটি পূর্ণ হয়ে গিয়েছে জলে। এর ফলেই তৈরি হয়েছে এই ছোট্ট জলাশয়।আর নীল জলরাশির মাঝখানে সাদা বরফ আর তার মাঝে আবার নীল জলাশয়, অপূর্ব সুন্দর এই ভিডিয়ো তুলে ধরেছেন ফটোগ্রাফার রজার প্রাইস।

আরও পড়ুন : এ বার দেহরক্ষীকে চড় মেরে বিতর্কে সলমন খান

আরও পড়ুন : কেউ কি গাঁজা হারিয়েছেন? আমাদের সঙ্গে যোগাযোগ করুন, টুইট করল পুলিশ!

অন্য বিষয়গুলি:

Drone Iceberg pool Canada Photographer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE