নবজাতক কন্যাকে বধির বাবার আদর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
৪১ সেকেন্ডের একটি ভিডিয়ো। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাবা তাঁর নবজাত কন্যাকে আদর করছেন। কিন্তু আদর করতে গিয়ে কোনও কথা বলছেন না তিনি। ইশারার মাধ্যমে আদর করছেন সদ্যোজাত কন্যাকে। কারণ, তিনি বধির। আর বধির বাবার আদর করার এই পদ্ধতি দেখে হৃদয় গলেছে নেটদুনিয়ায়। বাবার আদর পেয়ে পিটপিট করে তাকাতে দেখা যাচ্ছে নবজাতকটিকে।
এই ভিডিয়ো শনিবার নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন আমেরিকার প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। এটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘সদ্যোজাত কন্যার প্রতি ইশারার মাধ্যমে নিজের ভালবাসা উজাড় করে দিচ্ছেন এই শ্রবণ প্রতিবন্ধী বাবা।’ এই ভিডিয়ো আপলোড হওয়ার পর প্রায় ৫৭ লক্ষ ইউজার দেখে ফেলেছেন এই ভিডিয়ো।
এই ভিডিয়ো দেখে মোহিত নেটিজেনরা ভরিয়ে দিয়েছেন বিভিন্ন মন্তব্যে। তাঁদের সকলের অভিমত- ‘ভালবাসা প্রকাশ করতে শব্দের দরকার হয় না।’ দেখুন সেই ভিডিয়ো-
This hearing-impaired father expressing love to his newborn daughter in sign-language is the definitely Twitter content I’m here for...💪😍😇😊🔥 pic.twitter.com/CEvINcmRaX
— Rex Chapman🏇🏼 (@RexChapman) October 18, 2019
আরও পড়ুন: সই ছাড়া চিঠি, হাসির খোরাক বরিস জনসন
আরও পড়ুন: করতারপুরে পুণ্যার্থী হয়েই যাবেন মনমোহন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy