মঞ্চে দাঁড়িয়ে গান গাইতে গাইতে চুল কাটলেন তুর্কি গায়িকা।
ইরানের হিজাব-বিরোধী আন্দোলনে এ বার বিদেশ থেকেও সমর্থনের ঢল। ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, সিরিয়ার পর এ বার তুর্কি গায়িকা মঞ্চে গান পরিবেশনের মাঝে নিজের চুল কেটে প্রতীকী প্রতিবাদে অংশ নিলেন। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, জনপ্রিয় তুর্কি গায়িকা মেলেক মোসো ইরানের আন্দোলনকারী মহিলাদের প্রতি সমর্থনে চুল কেটে ফেলছেন।
Turkish singer @MelekMosso cuts off her hair on stage in solidarity with the Iranian women. Thank you Melek!#MahsaAmini #مهسا_امینی #IranProtests2022 pic.twitter.com/ZjISxjGkAL
— Omid Memarian (@Omid_M) September 27, 2022
গত ১৭ সেপ্টেম্বর, নীতি পুলিশদের হেফাজতে ২২ বছরের মাহশা আমিনির মৃত্যুর পর কঠোর ধর্মীয় নিষেধাজ্ঞায় মোড়া ইরানে ঘর ছেড়ে পথে বেরিয়ে আসেন বহু মহিলা। তাঁরা নীতিপুলিশদের কঠোর হিজাব-বিধি জারির প্রতিবাদ করছেন হিজাব ছুড়ে ফেলে, নিজেদের চুল কেটে। মাহশার মৃত্যুর ১০ দিনের মধ্যে সেই হিজাব-বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে ইরানের ৪৬টি শহরে। এ বার তাতে নিজের চুল কেটে সরাসরি সমর্থন দিলেন তুর্কি গায়িকা মেলেক মোসো। যদিও তাতে দমন-পীড়ন বন্ধ হওয়ার কোনও লক্ষণ ইরানের ক্ষমতাসীনেরা দেখাচ্ছেন না।
ইরান হিউম্যান রাইটসের মতে, পুলিশ ও সরকারি বাহিনীর হাতে এখনও পর্যন্ত ৭৬ জন প্রাণ হারিয়েছেন। ইরানের ক্ষমতাসীনদের দাবি, আন্দোলন পাকানোর মূলে রয়েছেন বামপন্থীরা। তাঁদের মদত যোগাচ্ছে বেশ কিছু জঙ্গি সংগঠন। এই প্রেক্ষিতে শুধুমাত্র নিরাপত্তা বাহিনী অথবা পুলিশের উপর ভরসা না রেখে সরকারের তরফ থেকে এগিয়ে দেওয়া হচ্ছে হিজাবপন্থীদের। ফলে, ইরানের হিজাব-বিরোধী আন্দোলন নিয়ে দুনিয়া জুড়ে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy